গেইল ফিশার

মার্কিন অভিনেত্রী

গেইল ফিশার (ইংরেজি: Gail Fisher; ১৮ আগস্ট ১৯৩৫ - ২ ডিসেম্বর ২০০০) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি মার্কিন টেলিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত গোয়েন্দাধর্মী টেলিভিশন ধারাবাহিক ম্যানিক্স-এ পেগি ফেয়ার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (১৯৭০) এবং নাট্যধর্মী ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী (১৯৭২) বিভাগে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে একটি এমি পুরস্কার লাভ করেন। তিনি এই দুটি পুরস্কার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী। এছাড়া তিনি ১৯৬৯ সালে এনএএসিপি পুরস্কার লাভ করেন।[]

গেইল ফিশার
Gail Fisher
ফিশার এবং মার্ক স্টুয়ার্ট (মানিক্স, ১৯৭০)
জন্ম(১৯৩৫-০৮-১৮)১৮ আগস্ট ১৯৩৫
মৃত্যু২ ডিসেম্বর ২০০০(2000-12-02) (বয়স ৬৫)
কালভার সিটি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৫৯-১৯৯০
পরিচিতির কারণম্যানিক্স

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফিশার ১৯৩৫ সালের ১৮ই আগস্ট নিউ জার্সির অরেঞ্জ শহরে জন্মগ্রহণ করেন।[] পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। তার যখন দুই বছর বয়স, তখন তার পিতা মারা যান। তার মাতা ওনা ফিশার তাকে লালনপালন করেন। ওনা নিউ জার্সির এডিসন শহরের নিকটবর্তী পটার্স ক্রসিংয়ে নিজ বাড়িতেই চুল-বিন্যাসের ব্যবসায় করতেন। গেইল নিউ জার্সির মেটুচেনের মেটুচেন হাই স্কুলে পড়াশোনা করেন। কিশোর বয়সে তিনি চিয়ারলিডার ছিলেন এবং কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি মিস ট্রানজিট, মিস ব্ল্যাক নিউ জার্সি এবং মিস প্রেস ফটোগ্রাফার খেতাব অর্জন করেন।[]

মৃত্যু

সম্পাদনা

ফিশার ২০০০ সালের ২রা ডিসেম্বর ৬৫ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে বৃক্কের অকার্যকারীতায় মৃত্যুবরণ করেন।[] ১২ ঘণ্টার পর তার ভাই ক্লিফটন হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
পুরস্কার বছর পুরস্কারের বিভাগ মনোনীত চলচ্চিত্র ফলাফল
গোল্ডেন গ্লোব পুরস্কার ১৯৭১ সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন ম্যানিক্স বিজয়ী
১৯৭২ মনোনীত
১৯৭৩ সেরা অভিনেত্রী - নাট্য টিভি ধারাবাহিক বিজয়ী
১৯৭৪ সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন মনোনীত
প্রাইমটাইম এমি পুরস্কার ১৯৭০ নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী ম্যানিক্স বিজয়ী
১৯৭১ মনোনীত
১৯৭২ মনোনীত
১৯৭৩ মনোনীত
  1. African Americans in the Performing Arts বইতে উল্লেখ রয়েছে যে ফিশার ফুসফুসের ক্যান্সারে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ওটফিনোস্কি ২০০৪, পৃ. ৬৮-৬৯।
  2. স্মিথ, জেসি কার্নি; ফেল্পস, শিরেল (১৯৯৬)। Notable Black American Women (ইংরেজি ভাষায়)। ভিএনআর এজি। আইএসবিএন 9780810391772। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা