গুলবদন বেগম
গুলবদন বেগম (ইংরেজি: Gulbadan Begum; ১৯২৩, হুলহুলিয়া, নাটোর – ৮ মে, ২০০৫, ঢাকা) [১] ছিলেন একজন বাঙালি সমাজকর্মী, এবং সিংড়ানাটোর পরিবার এর সাবেক প্রধান, নাটোরের জমিদার জালালুদ্দীন মির্জার জ্যেষ্ঠা কন্যা।
গুলবদন বেগম
Gulbadan Begum | |||||
---|---|---|---|---|---|
দাম্পত্য সঙ্গী | মোল্লা শামেজ উদ্দিন আহমেদ | ||||
| |||||
রাজবংশ | মোঘল সাম্রাজ্য | ||||
পিতা | জালালুদ্দীন মির্জা | ||||
ধর্ম | ইসলাম |
জীবনবৃত্তান্ত
সম্পাদনাব্রিটিশ সাম্রাজ্যের বেঙ্গল প্রেসিডেন্সিতে ১৯২৩ সালে তিনি জন্মগ্রহণ করেন, তার পিতামহ তার দূরবর্তী পূর্বপুরুষ রাজকুমারী গুলবদন বেগম এর নামকরণ করেছিলেন যিনি, ছিলেন নাটোরের জমিদার (লর্ড) মির্জা জাফর । তার ছোট বোন, যিনি নাটোর জেলার সর্দার (গোত্রের প্রধান) গুলসেহারা বেগম কে বিয়ে করেন।
তিনি ব্যক্তিগতভাবে শিক্ষিত ছিল এবং কিশোরী বয়সে তার মোল্লা শামেজ উদ্দিন আহমেদের সাথে বিয়ে হয় , পূর্বতন নাটোরের কাজি ও মোল্লা শাহ Badakhsh বংশধর। তার স্বামী ১৯৬৮ সালে ১৯৭১ সালের যুদ্ধের আগেই মারা যায়। তিনি ছয় সন্তানের জননী হন।
তিনি ৮ মে ২০০৫ সালে সেনাবাহিনী সেনানিবাসে মারা যান এবং তার মৃতদেহ সিংড়ানাটোর পরিবার এ দাফন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক অবসরের উপর কমান্ড অনুসরণে,তার তৃতীয় পুত্র (দ্বিতীয় জীবিত) সাহেবজাদা কর্নেল মুহাম্মদ শহীদ সারোয়ার আজম শাহ জাহান পরিবারের প্রধান হন।
পরিবার
সম্পাদনা- আল-হাজ শিহাবুদ্দিন আবুল বাসার মুহাম্মদ আক্তার হুসাইন বাংলাদেশ জাতীয় তেল কোম্পানির সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন
- বেগম গোল-ই-আফরোজ, বাঙালী সমাজকর্মী এবং এমএম রাহাতুল্লাহ এর স্ত্রী।
- সাহেবজাদা প্রফেসর আবু নাসের মুহাম্মদ আসাদ-উজ-জামান, রাষ্ট্রবিজ্ঞান, বগুড়া, মারা যান ১৯৯৭
- কর্ণেল সাহেবজাদা মুহাম্মদ শহীদ সারোয়ার, রাজশাহীর সামরিক কমান্ডার, ২০০৩ সালে পরিবার এর হোম রাষ্ট্র, পশ্চিম আফ্রিকার সিয়েরালিওনে জাতিসংঘ মিশন অংশ নেন।
- লেফট্যানেন্ট কর্ণেল সাহেবজাদা ড. মুহাম্মদ শহীদ সারোয়ার আলম, ২০০৫ সালে আফ্রিকায় সুদানে জাতিসংঘ মিশনে অংশ নেয়া সামরিক কর্মকর্তা।
- গুলরোজ নাহার চৌধুরী, একজন আইনজীবী
।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About: Gulbadan Begum of Natore"। dbpedia.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৫।