গুরুপুরা নদী
ভারতের নদী
গুরুপুরা নদী (যা পাচামাগারু নদী, ফাল্গুনী নদী বা কুলুর নদী নামেও পরিচিত) ভারতের কর্ণাটক রাজ্যের একটি নদী[১]। এটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়।এটি নেত্রবতী নদীর একটি শাখা যা ম্যঙ্গালোরের দক্ষিণে আরব সাগরে প্রবেশ করে।নদীটির নামকরণ করা হয়েছে, ম্যাঙ্গালোরের নিকটে অবস্থিত গুরুপুরা শহর এর নামে। গুরুপুরা নদীর উত্তরের তীরে অবস্থিত নিউ ম্যাঙ্গালোর বন্দর এবং ম্যঙ্গালোর রাসায়নিক ও সার কারখানা । একসময় এটি নেত্রবতী নদীর পাশাপাশি ম্যাঙ্গালোর শহরের উত্তর সীমানা দক্ষিণের সীমানা হিসাবে গড়ে ওঠে তবে বর্তমানে এই নদীর সীমানা ছাড়িয়ে শহরের বর্ধনের কারণে এটি কেবল ম্যাঙ্গালোর কেন্দ্রীয় অংশের সীমানা নির্দেশ করে।
গুরুপুরা নদী ফাল্গুনী নদী, কুলুর নদী | |
---|---|
অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | কর্ণাটক |
শহর | ম্যাঙ্গালোর, গুরুপুরা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Andrade, Francis; Aravinda, H. B. (মে ২০১১)। "Studies on Mangalore coastal water pollution and its sources": 1। আইএসএসএন 0974-6846। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭।
আরও দেখুন
সম্পাদনা- দক্ষিণ কন্নড় ও উদুপি জেলার নদী
- নেত্রবতী নদী