গুমরাহ (১৯৬৩-এর চলচ্চিত্র)
হিন্দি ভাষার চলচ্চিত্র
গুমরাহ (হিন্দি: गुमराह, অনুবাদ 'বিপথগামী') হচ্ছে ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। বি. আর. চোপড়ার প্রযোজনা এবং পরিচালনায় চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অশোক কুমার[২], সুনীল দত্ত, মালা সিনহা, নিরূপা রায় এবং শশীকলা। শশীকলা এই চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন।
গুমরাহ | |
---|---|
পরিচালক | বি. আর. চোপড়া[১] |
প্রযোজক | বি. আর. চোপড়া |
শ্রেষ্ঠাংশে | অশোক কুমার সুনীল দত্ত মালা সিনহা |
সুরকার | রবি |
সম্পাদক | প্রাণ মেহরা |
মুক্তি | ১৮ জানুয়ারী ১৯৬৩ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
সম্পাদনা- অশোক কুমার - অশোক
- সুনীল দত্ত - রাজেন্দ্র
- মালা সিনহা - মীনা
- নিরূপা রায় - কমলা
- শশীকলা - লীলা
গানের তালিকা
সম্পাদনাসকল গানের গীতিকার সহির লুধিয়ানভি; সকল গানের সুরকার রবি।
গান | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আ ভি জা" | মহেন্দ্র কাপুর | |
২. | "আ জা আ জা রে" | মহেন্দ্র কাপুর, আশা ভোঁসলে | |
৩. | "আপ আয়ে তো" | মহেন্দ্র কাপুর | |
৪. | "চলো এক বার ফির সে" | মহেন্দ্র কাপুর | |
৫. | "এক পারদেসি দূর সে আয়া" | আশা ভোঁসলে | |
৬. | "এক থি লাড়কি মেরি স্যাহেলি" | আশা ভোসলে | |
৭. | "তুঝকো মেরে প্যায়ার পুকারে" | মহেন্দ্র কাপুর, আশা ভোঁসলে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Samira Sood (২৫ এপ্রিল ২০২০)। "Gumrah, BR Chopra's tale of a woman's desire that challenged conventions back in 1963"। theprint.in।
- ↑ Devesh Sharma (১২ অক্টোবর ২০২০)। "Best Ashok Kumar Movies"। filmfare.com।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে গুমরাহ (ইংরেজি)