গুপ্ত বৃন্দাবন
গুপ্তবৃন্দাবন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান।[১] এটি ঘাটাইল উপজেলা সদর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ধলাপাড়া ইউনিয়নে অবস্থিত।[২]
ইতিহাস
সম্পাদনাগুপ্ত বৃন্দাবন নামক গ্রামে প্রাচীন একটি তমাল গাছ রয়েছে যাকে কেন্দ্র করে প্রতি বছর এখানে চৈত্র মাসের ১২ তারিখ বা ফেব্রুয়ারিতে ‘বারুনি মেলা’ নামে একটি মেলা বসে। ভৌগলিকগতভাবেই ঘাটাইল অঞ্চলে বনভূমি বেশি দেখা যায়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, এক সময় ঘন জঙ্গলে ঘেরা এ স্থানে শ্রীকৃষ্ণ ও রাধা একটি তমাল গাছের নিচে এখানে সময় কাটাতেন।[১] সেখান থেকে এ এলাকার নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন।
সংলগ্ন এলাকায় একটি মন্দির রয়েছে যেখানে বেশ কিছু প্রাচীন মূর্তিও উদ্ধার করা হয়েছে। এ এলাকা থেকে গুপ্ত বংশীয় বেশ কিছু নিদর্শন উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা অনেকে মনে করেন, এ অঞ্চলের পূর্ব নাম বৃন্দাবন। গুপ্ত বংশীয় নিদর্শন উদ্ধারের ফলে ১৫৭৭ সালে এর নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "টাঙ্গাইলের 'গুপ্ত বৃন্দাবন' হতে পারে ইকোট্যুরিজম কেন্দ্র"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "গুপ্তবৃন্দাবন (তমাল বৃক্ষ)"। ধলাপাড়া ইউনিয়ন (ইংরেজি ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯।