গুপ্তহত্যা
গুপ্তহত্যা হল একজন ব্যক্তিকে আকস্মিক, গোপন বা পরিকল্পিত আক্রমণের মাধ্যমে ইচ্ছাকৃত হত্যা, বিশেষত যদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিটি বিশিষ্ট বা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। [১] [২] এই ধরনের হত্যাকাণ্ড সাধারণত অভিযোগ, কুখ্যাতি, আর্থিক, সামরিক, রাজনৈতিক বা অন্যান্য উদ্দেশ্য দ্বারা প্ররোচিত হতে পারে। অনেক সময় এ ধরনের গুপ্তহত্যা সরকার ও বিভিন্ন অপরাধী গোষ্ঠীর নির্দেশক্রমে হয়ে থাকে। প্রাচীনকাল থেকেই গুপ্তহত্যা সংঘটিত হয়ে আসছে। যে ব্যক্তি একটি হত্যাকাণ্ড চালায় তাকে গুপ্তঘাতক বা হিটম্যান বলা হয়।
গুপ্তহত্যার শিকার কয়েকজন ব্যক্তি
সম্পাদনানিশ্চয়ই! এখানে উল্লেখিত ব্যক্তিদের সময়কাল ও পরিচিতি বাংলায় দেওয়া হল:
- জুলিয়াস সিজার (খ্রীস্টপূর্ব ৪৪)
- রোমান সামরিক নেতা ও রাষ্ট্রনায়ক, রোমান প্রজাতন্ত্রের পতন এবং রোমান সাম্রাজ্যের উত্থানের মূল ব্যক্তি। ৪৪ খ্রিষ্টপূর্বের ১৫ মার্চ রোমান সেনেটরদের একটি দলের দ্বারা নিহত হন।
- আব্রাহাম লিংকন (১৮৬৫)
- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি, যিনি দেশকে গৃহযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছেন এবং দাসপ্রথা বিলোপ করার কাজে ভুমিকা রেখেছেন। ১৪ এপ্রিল ১৮৬৫ সালে জন উইলকস বুথের দ্বারা নিহত হন।
- মহাত্মা গান্ধী (১৯৪৮)
- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা, যিনি অহিংস নাগরিক অবাধ্যতার জন্য পরিচিত। ৩০ জানুয়ারি ১৯৪৮ সালে নাথুরাম গডসে দ্বারা নিহত হন।
- জন এফ. কেনেডি (১৯৬৩)
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি, যিনি ঠাণ্ডা যুদ্ধ, কিউবান মিসাইল সংকট এবং মহাকাশ অভিযানে নেতৃত্ব দিয়েছেন। ২২ নভেম্বর ১৯৬৩ সালে লি হার্ভে অসওয়াল্ডের দ্বারা নিহত হন।
- ম্যালকম এক্স (১৯৬৫)
- আমেরিকান মুসলিম মন্ত্রী ও মানবাধিকার কর্মী, যিনি আফ্রিকান আমেরিকানদের অধিকার ও মূলধারার নাগরিক অধিকার আন্দোলনের সমালোচনার জন্য পরিচিত। ২১ ফেব্রুয়ারি ১৯৬৫ সালে নেশন অব ইসলামের সদস্যদের দ্বারা নিহত হন।
- মার্টিন লুথার কিং জুনিয়র (১৯৬৮)
- মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা ও ব্যাপ্টিস্ট পাদ্রি, যিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে অহিংস প্রতিরোধের জন্য পরিচিত। ৪ এপ্রিল ১৯৬৮ সালে জেমস আর্ল রে-এর দ্বারা নিহত হন।
- শেখ মুজিবুর রহমান (১৯৭৫)
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক হিসেবে অধিক পরিচিত এবং বাংলাদেশের জাতির পিতা উপাধিতে ভূষিত। এছাড়া তিনি বাংলাদেশে বাকশাল নীতির জন্য বিতর্কিত। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তার বিরুদ্ধে সংঘটিত একটি সামরিক অভ্যুত্থানে সেনা সদস্যদের দ্বারা তিনি এবং তার পরিবারের ১৬ সদস্য নিহত হন।
- আনোয়ার সাদাত (১৯৮১)
- মিশরের রাষ্ট্রপতি, যিনি ইয়ম কিপুর যুদ্ধ এবং মিশর-ইসরায়েল শান্তি চুক্তিতে তার ভূমিকার জন্য পরিচিত। ৬ অক্টোবর ১৯৮১ সালে মিশরীয় ইসলামিক জিহাদের সদস্যদের দ্বারা নিহত হন।
- ইন্দিরা গান্ধী (১৯৮৪)
- ভারতের প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতার কেন্দ্রীকরণ এবং বিতর্কিত নীতির জন্য পরিচিত, যার মধ্যে জরুরি অবস্থাও অন্তর্ভুক্ত। ৩১ অক্টোবর ১৯৮৪ সালে তার শিখ দেহরক্ষীদের দ্বারা নিহত হন।
- বেনজির ভুট্টো (২০০৭)
- পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে প্রথম গণতান্ত্রিক সরকারের প্রধান নারী। ২৭ ডিসেম্বর ২০০৭ সালে একটি আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Definition of ASSASSINATION"। www.merriam-webster.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৬।
- ↑ Black's Law Dictionary "the act of deliberately killing someone especially a public figure, usually for money or for political reasons" (Legal Research, Analysis and Writing by William H. Putman p. 215 and Assassination Policy Under International Law ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ডিসেম্বর ৬, ২০১০ তারিখে, Harvard International Review, May 6, 2006, by Kristen Eichensehr).