গুপ্টি পূর্ব ইউনিয়ন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

গুপ্টি পূর্ব বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

গুপ্টি পূর্ব
ইউনিয়ন
৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদ
গুপ্টি পূর্ব চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গুপ্টি পূর্ব
গুপ্টি পূর্ব
গুপ্টি পূর্ব বাংলাদেশ-এ অবস্থিত
গুপ্টি পূর্ব
গুপ্টি পূর্ব
বাংলাদেশে গুপ্টি পূর্ব ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′৪২″ উত্তর ৯০°৫০′৪৯″ পূর্ব / ২৩.১৭৮৩৩° উত্তর ৯০.৮৪৬৯৪° পূর্ব / 23.17833; 90.84694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাফরিদগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা (২০১১)
 • মোট২২,৫৪০
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গুপ্টি পূর্ব ইউনিয়নের আয়তন ৩,৫৭১ একর।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গুপ্টি পূর্ব ইউনিয়নের জনসংখ্যা ২২,৫৪০ জন। এর মধ্যে পুরুষ ১০,৪৫৭ জন এবং মহিলা ১২,০৮৩ জন। মোট পরিবার ৪,৬৯৩টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ফরিদগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাংশে গুপ্টি পূর্ব ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে সুবিদপুর পূর্ব ইউনিয়নসুবিদপুর পশ্চিম ইউনিয়ন, পশ্চিমে পাইকপাড়া উত্তর ইউনিয়নগুপ্টি পশ্চিম ইউনিয়ন, দক্ষিণে গুপ্টি পশ্চিম ইউনিয়নলক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন এবং পূর্বে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

গুপ্টি পূর্ব ইউনিয়ন ফরিদগঞ্জ উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফরিদগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৩নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গুপ্টি পূর্ব ইউনিয়নের সাক্ষরতার হার ৫৭.৮%।[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

৫নং গুপ্টি (পূর্ব ) ইউনিয়ন পরিষদ যোগাযোগ ব্যবস্থাঃ চাঁদপুর জেলা সদর থেকে বেড়ি বাঁধ সড়কে সি. এন.জি/ অটোরিক্সা যোগে গল্লাক বাজার আসতে হবে। গল্লাক বাজারের মধ্য স্থলে ইউপি ভবনটি অবস্থিত। অথবা হাজিগঞ্জ- রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে ফকির বাজার নামতে হবে। ফকির বাজার থেকে রিক্সা/সি. এন.জি যোগে পরিষদে আসা যাবে।

ফরিদগঞ্জ উপজেলা হতে সি.এন.জি/ অটোরিক্সা যোগে রুপসা, খাজুরিয়া ও আষ্টা বাজার হয়ে গল্লাক বাজারে অবস্থিত ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন পরিষদে আসা যাবে।[]

আর গুপ্টি গ্রামের কয়েকটি প্রবেশমুখ রয়েছে। পশ্চিমে খাজুরিয়া বাজার, পূর্বে কাটাখালী/রামগঞ্জ, উত্তরে গল্লাক বাজার হয় যেকোনদিক থেকে গুপ্টি গ্রামে প্রবেশ করা যায়।

খাল ও নদী

সম্পাদনা

হাট-বাজার

সম্পাদনা

গুপ্টি বাজারঃ প্রতিদিন সকালে এ বাজারে হাট বসে।

দর্শনীয় স্থান

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে মো. শাহজাহান পাটোয়ারী বর্তমানে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।[] তিনি ২০২২ সালের জানুয়ারী মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়লাভ করেন।

পাশাপাশি ইউপি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শহিদুল্লাহ এবং মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন লিপিঁ পাল।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  2. "গুপ্টি পূর্ব ইউনিয়ন"guptieastup.chandpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৭ 
  3. Dhakatimes24.com। "চাঁদপুরে ১০ ইউপিতে নৌকা, ১৯ জন স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৭ 
  4. "ফরিদগঞ্জ স্বতন্ত্র ১০, নৌকার ৩ জন নির্বাচিত"banglanews24.com। ২০২২-০১-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা