গুগল ম্যাপ মেকার
গুগল ম্যাপমেকার গুগলের একটি পরিসেবা যা গুগল ২০০৮ সালের জুন মাসে শুরু করে। [১] ম্যাপমেকার হলো গুগল মানচিত্রকে সমৃদ্ধ করার একটি মুক্ত বিষয়বস্তু সহযোগী মানচিত্রিকরণ প্রকল্প, যার উদ্দেশ্য হল বিশ্বের সমস্ত ভৌগোলিক বস্তু চিহ্নিত করা এবং তাদের জন্য দরকারি বিবরণ প্রদান করা।
সাইটের প্রকার | ওয়েব ম্যাপিং |
---|---|
উপলব্ধ | বহুভাষী |
মালিক | গুগল |
ওয়েবসাইট | www.google.com/mapmaker |
নিবন্ধন | বাধ্যতামূলক, (গুগল একাউন্টের সাথে জড়িত) |
চালুর তারিখ | জুন ২০০৮ |
বর্তমান অবস্থা | মার্চ ২০১৭ হতে বন্ধ । |
পরিচালনা পটভূমি (ইন্টারফেস)
সম্পাদনাব্যাবহারকারিরা তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে রাস্তা, রেলপথ, নদী ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো অঙ্কন করতে পারতো।
ম্যাপমেকার পালস্
সম্পাদনাম্যাপমেকার পালস্ এমন একটি পাতা যাতে ব্যবহারকারী কর্তৃক সর্বশেষ সম্পাদনা প্রদর্শিত হতো।[২]
উপলব্ধতা
সম্পাদনাগুগল ম্যাপমেকার পরিসেবাটি বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশ সমুহে চালু ছিল (যেমন- বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য প্রভৃতি)।
২০১৫
সম্পাদনা২০১৫ সালের এপ্রিল থেকে গুগল তাদের গুগল ম্যাপমেকার পরিসেবাটি সাময়িকভাবে ব্যবহারকারীদের জন্য বন্ধ রাখে।[৩] তবে ১৪ আগস্ট বাংলাদেশ ও ভারতে ম্যাপমেকার আবারও চালু হয়। এই দুই দেশের ম্যাপারগণ আবারও ম্যাপিং করার সুবিধা পায়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ গুগল ম্যাপমেকার গুরুপ
- ↑ ম্যাপমেকার পালস্ "Google Map Maker pulse"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। - ↑ Hern, Alex (২৪ এপ্রিল ২০১৫)। "Google Maps hides an image of the Android robot urinating on Apple"। The Guardian। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫।