'গিলমান' (একবচন আরবি: غُلاَم ghulām, বহুবচন غِلْمَان ghilmān) আরবী ভাষার একটি শব্দ যা দ্বারা ক্রীতদাস-সৈন্য এবং/অথবা ইসলামী জগতের সেনাবাহিনীতে ভাড়াটিয়া সৈন্যদের বোঝানো হতো। নবম শতাব্দীর শুরু থেকে উনিশ শতকের প্রারম্ভ পর্যন্ত ইসলামী রাষ্ট্রগুলোতে দাসদের সৈন্য হিসেবে নিয়োগের রীতি ছিল, যা ইসলামী বিশ্বের বাইরে খুবই বিরল ছিল।[]

কুরআন মাজিদে সুরা আত-তুর এর ৫২ নম্বর আয়াতে (২৪ নম্বর আয়াত) 'গিলমান' शब्दটি (غِلْمَان) উল্লেখ করা হয়েছে। এই আয়াতে বলা হয়েছে যে, গিলমানরা হলো জান্নাত বা ইসলামের বেহেশতের অন্যতম আনন্দের উপাদান। (৫৬ নম্বর আয়াতের ১৭ নম্বর পদটিকেও  'গিলমান' দ্বারা নির্দেশিত বলে মনে করা হয়।)[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Daniel Pipes (১৯৮১)। Slave Soldiers and Islam: The Genesis of a Military System। Daniel Pipes। পৃষ্ঠা 35, 45। আইএসবিএন 0300024479 
  2. El-Rouayheb, Khaled (২০০৫)। Before Homosexuality in the Arab-Islamic World, 1500–1800। University of Chicago Press। পৃষ্ঠা 131–136। 
  3. Afary, Janet (৯ এপ্রিল ২০০৯)। "The Quran and Homosexuality in the Muslim World"Sexual Politics in Modern Iran। Cambridge University Press। আইএসবিএন 9781107394353। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২০