১৪৭৮ সালে পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে পর্তুগিজ নৌবহর এবং ক্যাস্তিলিয়ান নৌবহর মধ্যে ক্যাস্তিলিয়ান উত্তরাধিকার যুদ্ধ এর প্রেক্ষাপটে গিনি যুদ্ধ সংঘটিত হয়।

গিনি যুদ্ধ
মূল যুদ্ধ: ক্যাস্তিলিয়ান উত্তরাধিকার যুদ্ধ

১৬তম শতাব্দিতে পশ্চিম আফিকায় পর্তুগিজদের দখলীকৃত স্থানের ম্যাপ
তারিখ১৪৭৮ এর বসন্ত বা গ্রীষ্ম
অবস্থান
ফলাফল চূড়ান্ত পর্তুগিজদের বিজয়
বিবাদমান পক্ষ
পর্তুগাল রাজ্য কাস্টাইল ক্রাউন
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
জর্জ কররেয়া
মেম পালহা
পেড্রো দে কভিডেস যু. বন্দী
শক্তি
১১ জাহাজ ৩৫ জাহাজ[][]
হতাহত ও ক্ষয়ক্ষতি
কোন জাহাজ হারায়নি সকল বন্দী জাহাজ এবং কলাকুশলী[][]

গিনে যুদ্ধের ফলাফল ছিল পর্তুগাল আটলান্টিক এবং আলকাকোভাস শান্তিচুক্তিতে (১৪৭৯) কাইস্টালের সাথে বিতর্কিত অঞ্চলগুলো ভাগ করে নেয়া। ক্যানারি দ্বীপপুঞ্জ ছাড়া অন্য সকল কিছু পর্তুগিজদের নিয়ন্ত্রণে থেকে যায় : গিনি, কেপ ভার্দে, মদিরা, এজোরস এবং ফেজ রাজ্য জয় করার একচেটিয়া অধিকার।


তথ্যসূত্র

সম্পাদনা
  1. Diffie, Shafer, Winius, p.151
  2. Newitt, p. 37
  3. Newitt, "However, in 1478 the Portuguese surprised thirty-five Castilian ships returning from Mina and seized them and all their gold." p. 37