গিনি যুদ্ধ
১৪৭৮ সালে পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে পর্তুগিজ নৌবহর এবং ক্যাস্তিলিয়ান নৌবহর মধ্যে ক্যাস্তিলিয়ান উত্তরাধিকার যুদ্ধ এর প্রেক্ষাপটে গিনি যুদ্ধ সংঘটিত হয়।
গিনি যুদ্ধ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: ক্যাস্তিলিয়ান উত্তরাধিকার যুদ্ধ | |||||||
১৬তম শতাব্দিতে পশ্চিম আফিকায় পর্তুগিজদের দখলীকৃত স্থানের ম্যাপ | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
পর্তুগাল রাজ্য | কাস্টাইল ক্রাউন | ||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
জর্জ কররেয়া মেম পালহা | পেড্রো দে কভিডেস যু. বন্দী | ||||||
শক্তি | |||||||
১১ জাহাজ | ৩৫ জাহাজ[১][২] | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
কোন জাহাজ হারায়নি | সকল বন্দী জাহাজ এবং কলাকুশলী[১][৩] |
গিনে যুদ্ধের ফলাফল ছিল পর্তুগাল আটলান্টিক এবং আলকাকোভাস শান্তিচুক্তিতে (১৪৭৯) কাইস্টালের সাথে বিতর্কিত অঞ্চলগুলো ভাগ করে নেয়া। ক্যানারি দ্বীপপুঞ্জ ছাড়া অন্য সকল কিছু পর্তুগিজদের নিয়ন্ত্রণে থেকে যায় : গিনি, কেপ ভার্দে, মদিরা, এজোরস এবং ফেজ রাজ্য জয় করার একচেটিয়া অধিকার।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Diffie, Shafer, Winius, p.151।
- ↑ Newitt, p. 37।
- ↑ Newitt, "However, in 1478 the Portuguese surprised thirty-five Castilian ships returning from Mina and seized them and all their gold." p. 37