গার্লফ্রেন্ড (চলচ্চিত্র)
২০১৮ সালের রাজা চন্দ পরিচালিত চলচ্চিত্র
গার্লফ্রেন্ড ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় প্রণয়ধর্মী বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রাজা চন্দ। প্রযোজনা করেছেন সুরিন্দার ফিল্মস।[১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জী।[২]
গার্লফ্রেন্ড | |
---|---|
Girlfriend | |
পরিচালক | রাজা চন্দ |
প্রযোজক | নিসপাল সিং |
রচয়িতা | এন কে সলিল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
চিত্রগ্রাহক | মুরালি ওয়াই কৃষ্ণ |
সম্পাদক | এমডি কালাম |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সুরিন্দার ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনি
সম্পাদনাস্বাস্থ্য বিভাগের গুণমান নিয়ন্ত্রণ আধিকারিকের কন্যা সুচিত্রা প্রেমে পড়েন দ্বি-চাকার মেকানিকের ছেলে উত্তম। তবে তাদের পারিবারিক স্ট্যাটাসের পার্থক্য তাদের সম্পর্কের ক্ষেত্রে অনেক সমস্যার দিকে পরিচালিত করে। সুচিত্রার বাবা উত্তমকে তার মেয়ের প্রতি তার ভালবাসা প্রমাণের জন্য কিছু কঠোর চ্যালেঞ্জ স্থাপন করেছিলেন।
অভিনয়
সম্পাদনা- বনি সেনগুপ্ত - উত্তম
- কৌশানি মুখার্জী - সুচিত্রা
- বিশ্বজিৎ চক্রবর্তী
- অঙ্কিতা রায় - সুপ্রিয়া
- প্রদীপ ধর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bonny-Koushani new upcoming film Girlfriend – Gulgal"। www.gulgal.com। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০।
- ↑ "Will You Be My Girlfriend?"। টাইমস অফ ইন্ডিয়া। ১৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে গার্লফ্রেন্ড (ইংরেজি)