গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৮
(গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮ থেকে পুনর্নির্দেশিত)
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৮ বাংলাদেশের একটি স্থানীয় নির্বাচন, যা ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচন করার জন্য অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জাহাঙ্গীর আলম বিজয়ী হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়র নির্বাচিত হন।[১][২]
| |||||||||||||||||||||
নিবন্ধিত ভোটার | ১১,৩৭,১১২ | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||
|
পটভূমি
সম্পাদনানির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০১৮ সালের ১৫ মে নির্বাচন হওয়ার কথা থাকে। তবে সীমানা জটিলতা বিষয়ে একটি রিটের কারণে উচ্চ আদালত ৬ মে নির্বাচনেও ওপর স্থগিতাদেশ প্রদান করে। পরে নির্বাচন কমিশনে ও প্রার্থীদের আপিলের পর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় ও ২৬ জুন ২০১৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।[১]
ফলাফল
সম্পাদনামেয়র
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | জাহাঙ্গীর আলম | ৪,০০,০১০ | অজানা | |||
বিএনপি | হাসান উদ্দিন সরকার | ১,৯৭,৬১১ | অজানা | |||
ইসলামী আন্দোলন | মো. নাসির উদ্দিন | ২৬,৩৮১ | অজানা | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২,০২,৩৯৯ | |||||
ভোটার উপস্থিতি | ৬,৩০,০০০ | |||||
নিবন্ধিত ভোটার | ১১,৩৭,১১২ | |||||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
কাউন্সিলর
সম্পাদনাআওয়ামী লীগের ৩৭ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১২ জন, জাতীয় পার্টির ২ ও স্বতন্ত্র ১ জন প্রার্থী কাউন্সিলর পদে জয়লাভ করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কেমন জনপ্রতিনিধি পেলাম" (পিডিএফ)। shujan.org। সুজন। ৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩।
- ↑ "গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩।
- ↑ "গাজীপুর সিটি নির্বাচনে বেসরকারিভাবে আ.লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম জয়ী"। প্রথম আলো। ২৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩।
- ↑ "গাজীপুর সিটিতে কাউন্সিলর হলেন যারা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩।