গাজিরভিটা ইউনিয়ন

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি ইউনিয়ন

গাজীরভিটা ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[][]

গাজীরভিটা
ইউনিয়ন
৫নং গাজীরভিটা ইউনিয়ন পরিষদ
গাজীরভিটা ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
গাজীরভিটা
গাজীরভিটা
গাজীরভিটা বাংলাদেশ-এ অবস্থিত
গাজীরভিটা
গাজীরভিটা
বাংলাদেশে গাজিরভিটা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৭′২০″ উত্তর ৯০°২০′৫৭″ পূর্ব / ২৫.১২২২২° উত্তর ৯০.৩৪৯১৭° পূর্ব / 25.12222; 90.34917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাহালুয়াঘাট উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

গাজিরভিটা ইউনিয়ন হালুয়াঘাট উপজেলাসদর হতে পূর্বদিকে ৪কিলো মিটার। ইউনিয়নের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য,পশ্চিমে হালুয়াঘাট ইউনিয়ন, দক্ষিণে হালুয়াঘাট ইউনিয়ন, নড়াইল ইউনিয়ন ও বাঘবেড় ইউনিয়ন,পূর্বে ঘোষগাঁও ইউনিয়ন।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

মৌজারসংখ্যাঃ ১৫ টি। লোকসংখ্যাঃ ২৩ ৬৩১ জন।

গ্রাম সমূহ

সম্পাদনা

গাজিরভিটা, লামুক্তা, আনচেংগ্রী, পূর্ব সমনিয়াপাড়া, বোয়ালমারা, মহাজনীকান্দা, পশ্চিম সমনিয়াপাড়া, চরবঙ্গালিয়া, ধলাপানি, ডাকিয়াপাড়া, বালুয়াকান্দা, শিমুলকুচি, বান্দরকাটা, বরাক, নামছাপাড়া, বেলতলী, গাবরাখালী, কান্দাপাড়া, উত্তর নলকুড়া, দক্ষিণ নলকুড়া, ভালুকাকুড়া, ভূটিয়াপাড়া, আ্ইলাতলী, সূর্যপুর, কাতলমারী, কাটাবাড়ী, কচুয়াকুড়া, ডুমনিকুড়া, ঝাটাপাড়া।

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

গাজিরভিটা ইউনিয়নের আয়তন  ৩১.৭৩ বর্গকিলো মিটার। জন্মনিবন্ধন অনুযায়ী লোকসংখ্যা ২৩ ৬৩১জন।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার : ৩৭%

শিক্ষা প্রতিষ্ঠান

  • মাধ্যমিক বিদ্যালয় ৩টি।
  • মাদ্রাসা ১টি।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • ছোট ছোটপাহাড়

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- দেলোয়ার হোসেন।

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ বাবু রিংসান  চিচিম ১৯৬১-১৯৬৪
০২ হজরত আলী ১৯৬৪-১৯৭১
০৩ বাবু পলিনুস ম্রং ১৯৭৩-১৯৭৬
০৪ হজরত আলী ১৯৭৬-১৯৮৩
০৫ বাবু পলিনুস ম্রং ১৯৮৩-১৯৮৭
০৬ ম.ম. রফিক উল্লাহ ১৯৮৭-১৯৯১
০৭ হজরত আলী ১৯৯১-১৯৯৭
০৮ দেলোয়ার হোসেন ১৩ মে ১৯৯৮- চলমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "গাজীরভিটা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০ 
  2. "হালুয়াঘাট উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০