গাঙচিল (রুশ: Чайка, প্রতিবর্ণীকৃত: চায়কা) হল রুশ নাট্যকার আন্তন চেখভ রচিত একটি নাটক। এটি ১৮৯৫ সালে রচিত হয় এবং ১৮৯৬ সালে প্রথম মঞ্চস্থ হয়। গাঙচিল চেখভের প্রধানতম চারটি নাটকের মধ্যে প্রথম নাটক। এতে চারটি চরিত্র, তথা ছোটগল্পকার বরিস ত্রিগোরিন, সাদামাঠা অভিনেত্রী নিনা, পড়তি অভিনেত্রী ইরিনা আর্কাদিনা ও তার পুত্র প্রতীকি নাট্যকার কনস্তান্তিন ত্রেপলেভের প্রণয়মূলক ও শৈল্পিক দ্বন্দ্বের নাট্যরূপ।

গাঙচিল
২০০৮ সালে মস্কোর মালি থিয়েটারে মঞ্চায়ন
রচয়িতাআন্তন চেখভ
চরিত্র
  • বরিস ত্রিগোরিন
  • নিনা
  • ইরিনা আর্কাদিনা
  • কনস্তান্তিন ত্রেপলেভ
উদ্বোধনের তারিখ১৭ অক্টোবর ১৮৯৬
উদ্বোধনের স্থানআলেক্সান্দ্রিন্‌স্কি থিয়েটার, সাংক্‌ত পিতেরবুর্গ, রাশিয়া
মূল ভাষারুশ
বর্গবিয়োগান্ত
প্রেক্ষাপটসরিনের ভূ-সম্পত্তি

এই নাটকের প্রথম মঞ্চায়নের ব্যর্থতার গল্প আলোড়ন সৃষ্টি করে। নিনা চরিত্রে অভিনয়কারী ভেরা কমিসার্ঝেভ্‌স্কায়া প্রবল বিশৃঙ্খলার কারণে এতটাই ভীত হন যে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন।[] চেখভ দর্শকদের ছেড়ে চলে যান এবং শেষ দুই অংক পর্দার পিছনে কাটান। এই নাটকটি পরবর্তী কালে সফলতা অর্জন করলে দর্শকেরা তার নিকট চিঠি লিখলে তিনি ধারণা করেন যে তারা কেবল তার প্রতি করুণা দেখাচ্ছে। সেসময়ের রুশ মঞ্চ অনুশীলনকারী কনস্তান্তিন স্তানিস্লাভ্‌স্কির নির্দেশনায় ১৮৯৮ সালে এই নাটকটি মস্কো আর্ট থিয়েটারে মঞ্চস্থ হলে তা ব্যাপক প্রশংসিত হয়। স্তানিস্লাভ্‌স্কির গাঙচিল-এর মঞ্চায়ন ছিল "রুশ মঞ্চনাটকের ইতিহাসে অন্যতম সেরা ঘটনা ও বিশ্ব নাটকের ইতিহাসে অন্যতম নব উন্নয়ন।"[]

চরিত্রাবলি

সম্পাদনা
 
আন্তন চেখভ মস্কো আর্ট থিয়েটারে গাঙচিল নাটক পড়ছেন।
  • ইরিনা নিকলাইয়েভ্‌না আর্কাদিনা - পড়তি অভিনেত্রী
  • কনস্তান্তিন গাভ্রিলভিচ ত্রেপলেভ - ইরিনার পুত্র প্রতীকি নাট্যকার
  • বরিস আলেক্সেইয়েভিচ ত্রিগোরিন - সুপরিচিত ছোটগল্পকার
  • নিনা মিখাইলভ্‌না জারেচনায়া - ধনী জমিদারের কন্যা ও অভিনেত্রী
  • পিওতর নিকলায়েভিচ সরিন - ইরিনার ভাই
  • ইলিয়া আফানাসিয়েভিচ শাম্রায়েভ - অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ও সরিনের ভূ-সম্পত্তির ব্যবস্থাপক
  • পলিনা আন্দ্রিয়েভ্‌না - ইলিয়ার স্ত্রী
  • মাশা - ইলিয়া ও পলিয়ার কন্যা
  • ইয়েভজেনি সের্গেইয়েভিচ দর্ন - ডাক্তার
  • সেমিয়ন সেমিয়নভিচ মেদভেদেঙ্কো - শিক্ষক
  • ইয়াকভ - ভাড়াটে কর্মী
  • পাচক
  • ভৃত্য
  • পাহারাদার

অনুবাদ

সম্পাদনা

রুশ চায়কা থেকে নাটকটি গাঙচিল নামে বাংলা ভাষায় অনুবাদ করেছেন খায়রুল আলম সবুজ[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. চেখভ, আন্তন (১৯২০); Letter to A. F. Koni, ১১ নভেম্বর ১৮৯৬। Available online at Project Gutenberg
  2. রুডনিৎস্কি ১৯৮১, ৮।
  3. "গাঙচিল - আন্তন চেখভ"রকমারি.কম। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০ 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • রুডনিৎস্কি, কনস্তান্তিন (১৯৮১)। Meyerhold the Director. Trans. George Petrov. Ed. Sydney Schultze. Revised translation of Rezhisser Meierkhol'd। মস্কো: একাডেমি অব সায়েন্সেস, ১৯৬৯। আইএসবিএন ০-৮৮২৩৩-৩১৩-৫.

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:গাঙচিল (নাটক)