গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়
গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় গাইবান্ধা জেলায় অবস্থিত একটি হাই স্কুল। এটি বাংলাদেশের পুরাতন স্কুলের মধ্যে অন্যতম।
গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৫°১৫′ উত্তর ৮৯°৩০′ পূর্ব / ২৫.২৫° উত্তর ৮৯.৫০° পূর্ব |
তথ্য | |
ধরন | উচ্চ বিদ্যাললয় |
প্রতিষ্ঠাকাল | ১৮৮৫ | (সরকারি করণ ১৯৬৮)
বিদ্যালয় জেলা | গাইবান্ধা |
বিদ্যালয় কোড | ৬০০০[১] |
ইআইআইএন | ১২১১০১ |
অধ্যক্ষ | সুশান্ত কুমার দেব |
লিঙ্গ | ছেলে |
ভর্তি | ১,৩০০ |
গড় শ্রেণির আকার | ৬-১০ |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | শহর |
ক্রীড়া | Football, cricket, volleyball |
ওয়েবসাইট | ggbhs |
ইতিহাস
সম্পাদনাগাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়টি ১৮৮৫ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি গাইবান্ধা প্রধান ডাকঘরের দক্ষিণে ছোট্ট একটি বাড়িতে ছিল। যে বাড়িটি বামনডাঙ্গার তৎকালীন জমিদার বিদ্যানুরাগী শরৎ চন্দ্র রায় চৌধুরী দান করেন। বিদ্যালয়টিতে জমিদার বাবুর জমির পরিমান ৬ একর ৬৮ শতাংশ। তৎকালীন রংপুর জেলা প্রশাসক জে,এন দাস গুপ্ত ও গাইবান্ধা মহকুমা প্রশাসক জেসি দত্ত মহাশয়ের অক্লান্ত পরিশ্রমের দরুন জনসাধারণের চাঁদা ও দানের অর্থ দিয়ে মূল বিদ্যালয় ভবনটি তৈরি হয়েছিল। ১৯৬৮ সালে ১ মে তারিখ হতে এটি সরকারের নিয়ন্ত্রণাধীনে আসে। এর পূর্বে বিদ্যালয়টি এইচ ই লোকাল ও মডেল হাই স্কুল নামে পরিচিত ছিল। পরবর্তী পর্যায়ে বিদ্যালয়টি গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় নামে সুপ্রতিষ্ঠার সঙ্গে পরিচিত লাভ করে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |