গভীরতামিতি
গভীরতামিতি (ইংরেজি: Bathymetry) বলতে সাগর, মহাসাগর এবং কদাচিৎ গভীর হ্রদের জলপৃষ্ঠ থেকে তলদেশ বা মেঝের গভীরতা নির্ণয় ও পরিমাপ করার বিজ্ঞানকে বোঝায়। [১] অন্য ভাষায় গভীরতামিতি হল ভূ-উচ্চতামিতি বা ভূ-সংস্থানবিজ্ঞানের সমতুল্য জলনিম্নস্থ রূপ। গভীরতামিতির সাথে জললেখবিজ্ঞানের সম্পর্ক আছে। জললেখবিজ্ঞানীদের দ্বারা তৈরিকৃত জললৈখিক মানচিত্রে সাধারণত জলপৃষ্ঠে বা জলপৃষ্ঠের নিচে নৌযান পরিচালনায় নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়। এগুলিতে সাধারণত সমুদ্র তলদেশের বন্ধুরতা (অর্থাৎ উঁচু-নিচু প্রকৃতি) অনেকগুলি সমোচ্চ রেখা দ্বারা নির্দেশ করা হয়, যেগুলিকে গভীরতামিতিতে সমগভীর রেখা হিসেবে ডাকা হয়। এছাড়া এই মানচিত্রগুলিতে নির্বাচিত কিছু গভীরতাও প্রদর্শন করা থাকে ও জলপৃষ্ঠে নৌচালনার জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকে। অন্যদিকে গভীরতামাপক মানচিত্র অপেক্ষাকৃত সাধারণ একটি মানচিত্র, যাতে নৌ-নিরাপত্তার ব্যাপারটি তেমন গুরুত্বপূর্ণ নয়; এগুলিতে ডিজিটাল বন্ধুরতা প্রতিমান এবং কৃত্রিম আলোকসম্পাত পদ্ধতি ব্যবহার করে প্রদর্শিত গভীরতার বিশদ ব্যাখ্যা প্রদান করা হতে পারে।
কখনও কখনও পৃথিবীর সমস্ত সমুদ্র ও মহাসমুদ্রের গভীরতামিতিক তথ্য (বৈশ্বিক গভীরতামিতি) এবং স্থলভাগের ভূ-সংস্থানিক তথ্য একত্রিত করে একটি বৈশ্বিক বন্ধুরতা প্রতিমান তৈরী করা হতে পারে।
প্রত্নগভীরতামিতি নামক বিজ্ঞানে অতীতের সাগর-মহাসাগর-হ্রদের গভীরতা নিয়ে অধ্যয়ন করা হয়।
পরিভাষা (বাংলা থেকে ইংরেজি; বাংলা বর্ণানুক্রমে)
সম্পাদনা- কৃত্রিম আলোকসম্পাত - Artificial illumination
- গভীরতামিতি - Bathymetry
- গভীরতামিতিক মানচিত্র - Bathymetric chart
- জলপৃষ্ঠনিম্নস্থ নৌচালনা - Sub-surface navigation
- জললেখবিজ্ঞান - Hydrography
- জললৈখিক মানচিত্র - Hydrographic chart
- ডিজিটাল বন্ধুরতা প্রতিমান - Digital Terrain Model
- নৌচালা, নৌযান চালনা - Navigation
- প্রত্নগভীরতামিতি - Paleobathymetry
- বৈশ্বিক গভীরতামিতি - Global bathymetry
- বৈশ্বিক বন্ধুরতা প্রতিমান - Global Relief Model
- ভূ-উচ্চতামিতি - Hypsometry
- ভূ-সংস্থানবিজ্ঞান - Topograhy
- ভূ-সংস্থানিক - Topographic
- শব্দন - Sounding
- সমগভীর রেখা - Depth contour
- সমগভীর রেখা - Isobath
- সমুদ্র তলদেশীয় বন্ধুরতা - Seafloor relief
- সমোচ্চ রেখা - Contour line
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Susan Mayhew (২০১৫), A Dictionary of Geography, Oxford University Press, পৃষ্ঠা 41