গদখালী ইউনিয়ন

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি ইউনিয়ন

গদখালী ইউনিয়ন বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন। এই ইউনিয়ন বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য বিখ্যাত।

গদখালী ইউনিয়ন
গদখালী ইউনিয়ন
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা
জেলাযশোর
উপজেলাঝিকরগাছা
আয়তন
 • মোট৬৩.৮৪ বর্গকিমি (২৪.৬৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৬,৮৯২
 • জনঘনত্ব৫৮০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+6)
ওয়েবসাইটgadkhaliup.jessore.gov.bd

১৯৮২ সালে প্রথম বাণিজ্যিক চাষ শুরু। বর্তমানে দেশের মোট ফুলের ৮০% উৎপাদিত হয় গদখালীতে। যা থেকে বছরে আয় হচ্ছে প্রায় ৫'শ কোটি টাকা। সীমিত পরিসরে রপ্তানিও হয়ে থাকে। ডিসেম্বর-জানুয়ারিতে উৎপাদন বেশি। আর ফেব্রুয়ারিতে বিক্রয় বেশি। এখানে ছয় হাজার চাষী এবং প্রায় ৫০ হাজার লোক সরাসরি ফুল চাষের সাথে জড়িত।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯ 
  2. https://www.banglanews24.com/climate-nature/news/bd/700685.details