গণ্ডকী প্রদেশ

নেপালের প্রদেশ

গণ্ডকী প্রদেশ (নেপালি: गण्डकी प्रदेश) নেপালের নতুন সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত সাতটি প্রদেশের অন্যতম।[] এর রাজধানী পোখরা। গণ্ডকী প্রদেশের উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, পূর্বে প্রদেশ নং ৩, পশ্চিমে কর্ণালী প্রদেশ এবং দক্ষিণে প্রদেশ নং ৫ভারতের উত্তর প্রদেশ অবস্থিত। গণ্ডকী প্রদেশের মোট আয়তন প্রায় ২১,৫০৪ বর্গ কি.মি. এবং জনসংখ্যা প্রায় ২,৪০৩,৭৫৭ জন।[]

গণ্ডকী প্রদেশ
गण्डकी प्रदेश
প্রদেশ
উপর থেকে, বাম থেকে ডানে
অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ, মছপুচ্ছরে পর্বত, উচ্চ মুস্তাং, তিলিচো হ্রদ, মনোকামনা মন্দির, মুক্তিনাথ মন্দির, ফেওয়া হ্রদ এবং গোরখা দরবার
গণ্ডকী প্রদেশের অবস্থান
গণ্ডকী প্রদেশের অবস্থান
স্থানাঙ্ক: ২৮°১২′৩৪″ উত্তর ৮৩°৫৯′২৯″ পূর্ব / ২৮.২০৯৪৪° উত্তর ৮৩.৯৯১৩৯° পূর্ব / 28.20944; 83.99139
দেশ   নেপাল
প্রতিষ্ঠা২০ সেপ্টেম্বর ২০১৫
রাজধানী
ও বৃহত্তম শহর
পোখরা
জেলা১১
সরকার
 • শাসকগণ্ডকী প্রদেশ সরকার
 • গভর্নরবাবুরাম কন্বর
 • মুখ্যমন্ত্রীপৃথ্বী সুব্বা গুরুং (এনসিপি)
 • উচ্চ আদালতপোখরা উচ্চ আদালত
 • প্রদেশ সভাএককক্ষবিশিষ্ট (৬০ আসন)
 • প্রতিনিধি সভায় আসন১৮
আয়তন
 • মোট২১,৭৩৩ বর্গকিমি (৮,৩৯১ বর্গমাইল)
এলাকার ক্রম৪র্থ
জনসংখ্যা (২০১১)
 • মোট২৪,০৩,৭৫৭
 • ক্রম৬ষ্ঠ
 • জনঘনত্ব১১০/বর্গকিমি (২৯০/বর্গমাইল)
 • ঘনত্বের ক্রম৬ষ্ঠ
বিশেষণগণ্ডকেলী
সময় অঞ্চলএনএসটি (ইউটিসি+০৫:৪৫)
ভৌগোলিক কোডএনপি-এফও
ভাষাসমূহ
  1. নেপালি ভাষা (৬১.১৯%)
  2. গুরুং ভাষা (৮.৬৮%)
  3. মগর ভাষা (৭.৮%)
এইচডিআই সূচক০.৫৬৭ (মধ্যম)
সাক্ষরতা৭৪.৮১%
লিঙ্গানুপাত৮৩.৮৪ /১০০ (২০১১)
ওয়েবসাইটocmcm.gandaki.gov.np

২০১৮ সালের জুলাই মাসে প্রদেশ সভার নবনির্বাচিত সদস্যরা প্রদেশ নং ৪-এর স্থায়ী নাম হিসেবে গণ্ডকী প্রদেশ নির্ধারণ করেন।

ইতিহাস

সম্পাদনা

গণ্ডকী নদীর নামানুসারে প্রদেশের নামকরণ করা হয়েছে "গণ্ডকী প্রদেশ"। গণ্ডকী প্রদেশের প্রতিটি জেলার কৃষি ও সেচ ব্যবস্থায় গণ্ডকী নদী গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এছাড়া এই নামটি গণ্ডকী নদী তীরের সভ্যতাকেও নির্দেশ করে।

গণ্ডকী প্রদেশ নেপালের দুইটি পূর্বতন অঞ্চল গণ্ডকীধলাগিরি অঞ্চল এবং লুম্বিনী অঞ্চলের নবলপরাসী জেলার নবলপুর নিয়ে গঠিত হয়।

ভৌগোলিক অবস্থা

সম্পাদনা

গণ্ডকী প্রদেশের আয়তন প্রায় ২১,৭৭৩ বর্গ কিলোমিটার, যা নেপালের মোট আয়তনের প্রায় ১৪.৬৬%। প্রদেশটি নেপালের হিমালয়ান, পার্বত্য ও তরাই অঞ্চলব্যাপী বিস্তৃত। প্রদেশের ৫,৯১৯ বর্গ কিলোমিটার এলাকা (২৬.৮%) হিমালয় অঞ্চল, ১৪,৬০৪ বর্গ কিলোমিটার (৬৭.২%) পার্বত্য অঞ্চল ও ১,৩১০ বর্গ কিলোমিটার (৬%) এলাকা তরাই অঞ্চলে বিস্তৃত।[]

গণ্ডকী প্রদেশের বিভিন্ন শহরের গড় তাপমাত্রা ও বৃষ্টিপাত[]
শহর আগস্ট (°ফা) আগস্ট (°সে) জানুয়ারি (°ফা) জানুয়ারি (°সে) বার্ষিক বৃষ্টিপাত (মিমি/ইঞ্চি)
পোখরা ৭৪.৮ ২৩.৮ ৫০.৪ ১০.২ ২০১০.৩/৭৯.১
বাগলুঙ ৭২.১ ২২.৩ ৪৭.৫ ৮.৬ ১৭৬৬.১/৬৯.৫
ওয়ালিঙ ৭৭.৫ ২৫.৩ ৫৪.১ ১২.৩ ২০৮৯.৭/৮২.৩
বেসীশহর ৭২.৩ ২২.৩ ৪৭.৫ ৮.৬ ১৬৩৯.৬/৬৪.৬
চিতরে ৬০.৮ ১৬ ৩৩.৪ ০.৮ ১০৯৪.৭/৪৩.১

সরকার ও প্রশাসন

সম্পাদনা

নেপালের নতুন সংবিধান অনুসারে, গণ্ডকী প্রদেশের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন গভর্নর, সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী এবং প্রদেশের বিচার বিভাগের প্রধান হলেন পোখরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি।[] গণ্ডকী প্রদেশের বর্তমান গভর্নর হলেন বাবুরাম কন্বর, মুখ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এবং পোখরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হলেন পুরুষোত্তম ভাণ্ডারী।[][] গণ্ডকী প্রদেশ সভার আসন সংখ্যা ৬০। নেপালের কেন্দ্রীয় প্রতিনিধি সভার ১৮ জন সদস্য এই প্রদেশ থেকে নির্বাচিত হন।[]

নেপালের অন্য ৬ প্রদেশের মতো গণ্ডকী প্রদেশের প্রদেশ সভা এক কক্ষ বিশিষ্ট। প্রতিটি নির্বাচিত প্রদেশ সভার মেয়াদ পাঁচ বছর। প্রদেশের প্রদেশ সভার অস্থায়ী কার্যালয় পোখরার নগর উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থিত।[]

প্রশাসনিক বিভাগসমূহ

সম্পাদনা

গণ্ডকী প্রদেশে মোট ১১টি জেলা রয়েছে। প্রতিটি জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেন জেলা সমন্বয় কমিটির প্রধান ও জেলা প্রশাসন কর্মকর্তা। প্রতিটি জেলা আবার নগরপালিকা ও গ্রামপালিকায় বিভক্ত। গণ্ডকী প্রদেশে একটি মহানগরপালিকা, ২৬টি নগরপালিকা এবং ৫৮টি গ্রামপালিকা রয়েছে।[১০]

  1. বাগলুঙ জেলা
  2. গোর্খা জেলা
  3. কাস্কী জেলা
  4. লমজুঙ জেলা
  5. মনাঙ জেলা
  6. মুস্তাঙ জেলা
  7. ম্যাগদী জেলা
  8. নবলপুর জেলা
  9. পর্বত জেলা
  10. স্যাংজা জেলা
  11. তনহুঁ জেলা

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

গণ্ডকী প্রদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর জনসংখ্যার পাইচার্ট

  বাহুন (২১.৫%)
  মগর (১৮.৯%)
  ছেত্রী (১৩.৪%)
  গুরুং (১১.৪%)
  কামী (৮.৭%)
  নেওয়ার (৪.৩%)
  সার্কী (৪.১%)
  দমাই (৩.৯%)
  তামাঙ (২.১%)
  থারু (১.৭%)
  অন্যান্য (১০%)

ধর্মের ভিত্তিতে গণ্ডকী প্রদেশের জনসংখ্যা

  হিন্দু (৮২.৮৯%)
  বৌদ্ধ (১৩.৬৮%)
  খ্রিস্টান (১.৫৬%)
  ইসলাম (০.৭৭%)
  বন (০.৫০%)
  প্রকৃতি (০.২৭%)
  নাস্তিক ও অন্যান্য (০.৩৩%)

গণ্ডকী প্রদেশের জনসংখ্যা প্রায় ২৪,০৩,০১৬ জন, যা নেপালের মোট জনসংখ্যার প্রায় ৯.০৬%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১০ জন। প্রদেশের জনসংখ্যা বৃদ্ধির হার -০.৩৩%। ২০১১ সালের জনগণনা অনুসারে পুরুষ জনগোষ্ঠীর সংখ্যা ৯,৪৮,০২৮ জন এবং মহিলাদের সংখ্যা ১১,৪৪,১২৪ জন, অর্থাৎ প্রতি ১০০ জন মহিলার বিপরীতে ৮৯ জন পুরুষ। মোট জনসংখ্যার প্রায় ৬০.৫% (১৪,৫২,১৮৬ জন) শহুরে বাসিন্দা এবং প্রায় ৩৯.৫% (৯,৪৩,৬৫২ জন) গ্রামের বাসিন্দা।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Nepal Provinces"। statoids.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১ 
  2. "Gandaki Province in Nepal population"www.citypopulation.de (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৪ 
  3. "Province Profile" (পিডিএফ)Government of Province No. 4। ২৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "Nepal Travel Weather Averages (Weatherbase)"Weatherbase। ২০২০-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৮ 
  5. "High Courts get their chief judges" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭ 
  6. "Prithvi Subba Gurung appointed as Province 4 CM - The Himalayan Times"The Himalayan Times (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-১২। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭ 
  7. "President of Nepal administers oath to Chiefs of seven provinces | DD News"ddnews.gov.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭ 
  8. "CDC creates 495 constituencies"The Himalayan Times (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-৩১। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭ 
  9. "First Provincial Assembly meeting of province 4 begins" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭ 
  10. "स्थानिय तह"103.69.124.141। ২০১৮-০৮-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭