গণী খান চৌধুরী প্রকৌশল ও প্রযুক্তি সংস্থান
প্রকৌশল ও প্রযুক্তি সংস্থান
গণী খান চৌধুরী প্রকৌশল ও প্রযুক্তি সংস্থান (ইংরেজি:- Ghani Khan Choudhury Institute of Engineering and Technology) (GKCIET), ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ২০১০ সালে প্রতিষ্ঠা করে। সংস্থানটির দুর্গাপুর রাষ্ট্রীয় প্রযুক্তি সংস্থানের মেন্টরশিপ অধীনে ও মালদা জেলার রূপ কার গনী খান চৌধুরীর স্মৃতিতে প্রতিষ্ঠা করা হয়।
ধরন | সার্বজনিক সংস্থান |
---|---|
স্থাপিত | ২০১০ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | ১০১ একর (০.৪ কিমি২) |
ওয়েবসাইট | http://www.gkciet.ac.in |
গণী খান চৌধুরী প্রকৌশল ও প্রযুক্তি সংস্থানের গঠন ও প্রযুক্তিগত কর্মদক্ষতা স্থানান্তরের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করার জন্য একটি মাল্টি স্তরপূর্ণ আন্তঃ শৃঙ্খলা ও আন্তঃ-বৃত্তকলা দক্ষ পেশাদার প্রযুক্তিগত জনশক্তি তৈরি করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।
বিভাগ
সম্পাদনাবিভাগের নাম | স্নাতক শ্রেণীতে আসনসংখ্যা |
রাসায়নিক প্রযুক্তি | |
সিভিল ইঞ্জিনিয়ারিং | |
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল | |
বৈদ্যুতিক প্রকৌশল | |
খাদ্য প্রযুক্তি | |
যন্ত্র প্রকৌশল | |
রেশম ও টেক্সটাইল প্রযুক্তি |