গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদ
中华人民共和国国务院 Zhōnghuá Rénmín Gònghéguó Guówùyuàn | |
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ২৭ সেপ্টেম্বর ১৯৫৪ |
পূর্ববর্তী সংস্থা |
|
ধরন | ন্যাশনাল পিপলস কংগ্রেসের কার্যনির্বাহী সংস্থা রাষ্ট্রীয় প্রশাসনের সর্বোচ্চ অঙ্গ |
যার এখতিয়ারভুক্ত | চীন সরকার |
সদর দপ্তর | রাষ্ট্রীয় পরিষদ কার্যালয় সচিবালয়, ঝোংনানহাই, বেইজিং[১] |
সংস্থা নির্বাহী | |
অধিভূক্ত সংস্থা | |
ওয়েবসাইট | english |
গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদ, যা কেন্দ্রীয় গণ সরকার নামেও পরিচিত, চীনের প্রধান প্রশাসনিক কর্তৃপক্ষ ও জাতীয় মন্ত্রিসভা। এটি সাংবিধানিকভাবে দেশের সর্বোচ্চ প্রশাসনিক অঙ্গ এবং রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অঙ্গ ন্যাশনাল পিপলস কংগ্রেসের নির্বাহী অঙ্গ। এটি প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় উপদেষ্টা, মন্ত্রণালয়ের মন্ত্রী, কমিটির পরিচালক, মহা-নিরীক্ষক ও মহাসচিব নিয়ে গঠিত।
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পরিষদের জন্য দায়বদ্ধ এবং এর কাজের সামগ্রিক নেতৃত্ব ব্যবহার করেন। রাষ্ট্রীয় পরিষদের মহাসচিব প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্রীয় পরিষদের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য দায়বদ্ধ থাকেন এবং রাষ্ট্রীয় পরিষদের সাধারণ কার্যালয়ের প্রধান। রাষ্ট্রীয় পরিষদের কার্যনির্বাহী সভা প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় উপদেষ্টা ও মহাসচিবের সমন্বয়ে মাসে দুই থেকে তিনবার মিলিত হয়, যখন রাষ্ট্রীয় পরিষদের সমস্ত সদস্যদের সমন্বয়ে পূর্ণাঙ্গ অধিবেশন প্রতি ছয় মাস অন্তর মিলিত হয়।
রাষ্ট্রীয় পরিষদ সরাসরি প্রাদেশিক-স্তরের গণ সরকারগুলির তত্ত্বাবধান করে এবং বাস্তবে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) শীর্ষ স্তরের সদস্যপদ বজায় রাখে। সিসিপির নীতিগুলি বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পরিষদ আইনত প্রয়োজন। কয়েকজন ছাড়াও রাষ্ট্রীয় পরিষদের সদস্যরাও সিসিপি-এর কেন্দ্রীয় কমিটির সদস্য।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Schell, Orville (৯ জানুয়ারি ২০০১)। The Tiananmen Papers - The Chinese Leadership's Decision To Use Force Against Their Own People - in Their Own Words। New York: PublicAffairs। পৃষ্ঠা 10। আইএসবিএন 978-1586480127। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৪।