গোয়ালিয়র
(গওয়ালিয়র থেকে পুনর্নির্দেশিত)
গোয়ালিয়র (ইংরেজি: Gwalior) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়র জেলার একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা।
গোয়ালিয়র ग्वालियर | |
---|---|
মহানগর | |
ডাকনাম: মধ্য প্রদেশের পর্যটন রাজধানী রাজা সুরসেনের শহর ঋষি গালভ ও তানসেন নাগরীর শহর | |
স্থানাঙ্ক: ২৬°১৩′১৭″ উত্তর ৭৮°১০′৪১″ পূর্ব / ২৬.২২১৫২১° উত্তর ৭৮.১৭৮০২৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মধ্য প্রদেশ |
অঞ্চল | গার্ড |
জেলা | গোয়ালিয়র |
প্রতিষ্ঠাতা | রাজা সূরজ সেন |
আয়তন | |
• মোট | ৬০৪ বর্গকিমি (২৩৩ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৩৫তম |
উচ্চতা | ১৯৬ মিটার (৬৪৩ ফুট) |
জনসংখ্যা (২০১১) | ১৯,০১,৯৮১ |
• জনঘনত্ব | ৫,৪৭৮/বর্গকিমি (১৪,১৯০/বর্গমাইল) |
• Population rank | ৩১তম |
ভাষা | |
• সরকারি | হিন্দি এবং ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+5:30) |
PIN | 474001 to 474055 (HPO) |
Telephone code | 0751 |
যানবাহন নিবন্ধন | MP-07 |
Sex ratio | .948 ♂/♀0 |
স্বাক্ষরতা | ৮৭.২০%[১] |
গ্ৰীষ্মকাল গড় তাপমাত্রা | ৩৩.৫ °সে (৯২.৩ °ফা) |
শীতকাল গড় তাপমাত্রা | ১৬.৬ °সে (৬১.৯ °ফা)[২] |
ওয়েবসাইট | [১]/Gwalior Official Website |
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাশহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬°১৩′ উত্তর ৭৮°১১′ পূর্ব / ২৬.২২° উত্তর ৭৮.১৮° পূর্ব।[৩] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৯৭ মিটার (৬৪৬ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে গওয়ালিয়র শহরের জনসংখ্যা হল ৮২৬,৯১৯ জন।[৪] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।
এখানে সাক্ষরতার হার ৭০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৬% এবং নারীদের মধ্যে এই হার ৬৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে গওয়ালিয়র এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাএই শহরে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ভারত সরকারের মানব সম্পদ বিভাগের অন্তর্গত রাজ্যের প্রথম ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থান, গোয়ালিয়র অবস্থিত।
বিশিষ্ট ব্যক্তিত্ব
সম্পাদনা- উস্তাদ হাফিজ আলী খান
- উস্তাদ আমজাদ আলি খান
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Literacy rate"। census2011.co.in (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১২।
- ↑ "Climate: Gwalior" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Gwalior"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭।