খ্রিস্টান পরকালবিদ্যা
এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ১ সেকেন্ড আগে Gc Ray (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
খ্রিস্টান পরকালবিদ্যা হলো খ্রিস্টান ধর্মতত্ত্বের ক্ষেত্র যা পরকালে ঘটবে এমন ঘটনা সম্পর্কিত ধারণাগুলির সাথে সম্পর্কিত। খ্রিস্টান পরকালবিদ্যা ব্যক্তি-আত্মার চূড়ান্ত নিয়তি এবং সমগ্র সৃষ্ট ক্রম-এর উপর গুরুত্ব আরোপ করে। খ্রিস্টান পরকালবিদ্যা মৃত্যু ও পরকাল, স্বর্গ ও নরক, খ্রিস্টের দ্বিতীয় আগমন, ঈশ্বরের রাজ্য, মৃতদের পুনরুত্থান, অত্যাচার, শেষ বিচার, পরকালীন জগৎ, নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর মতো বিষয়গুলি অধ্যয়ন ও আলোচনা করে।
বাইবেলের পুরাতন ও নূতন নিয়মে এবং বাইবেলীয় ধর্মশাস্ত্রেও পরকালবিদ্যা সম্পর্কে আলোচনা এবং দৈববাণী রয়েছে।