খোদার পরে মা
২০১২-এর চলচ্চিত্র
খোদার পরে মা হল একটি ঢালিউড এ্যাকশানধর্র্মী ছবি পরিচালনা করেছেন শাহীন সুমন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা এবং পার্শ্বচরিত্রে ববিতা, এবং মিশা সওদাগর সহ, আরও অনেকে। ছবিটি মুক্তি পায় ঈদুল ফিতর ২০ আগস্ট ২০১২। ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ২০১২ সালের সবচেয়ে ব্যাবসাসফল ছবি হিসেবে মর্যাদা লাভ করে।
খোদার পরে মা | |
---|---|
পরিচালক | শাহীন সুমন |
প্রযোজক | তাপসী ঠাকুর |
রচয়িতা | আব্দুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | শাকিব খান সাহারা ববিতা মিশা সওদাগর |
সুরকার | আলী আকরাম শুভ |
পরিবেশক | হার্টবির্ট প্রোডাকশন |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চরিত্র
সম্পাদনা- শাকিব খান ভূমিকা মুন্না/সিডর
- সাহারা ভূমিকা ভূমিকা মুন্নার প্রেমিকা
- ববিতা ভূমিকা মুন্নার মা
- মিশা সওদাগর ভূমিকা সাদা
- সাদেক বাচ্চু
- কাজী হায়াৎ
- ডন
- কাবিলা
- নাসরিন
সঙ্গীত
সম্পাদনাখোদার পরে মা এর সঙ্গীতায়ন করেছেন আলী আকরাম শুভ।
পুরস্কার
সম্পাদনা- জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী[১]
- সেরা অভিনেতা: শাকিব খান
- শ্রেষ্ঠ গীতিকার: মিল্টন খন্দকার
- শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী: পলাশ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"। দৈনিক প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭।