খোড়াগাছ ইউনিয়ন

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি ইউনিয়ন

খোড়াগাছ ইউ‌নিয়‌নের নামকরনের ই‌তিহাস

উনিশশত ত্রিশের দশকে অত্র ইউনিয়নের চক বাজার ঈদগা মাঠ সংলগ্ন মরহুম জামাতুল্লাহ পাইকা‌ড়ের আমের সাইর নামক একটি আম বাগান ছিল। উক্ত আম বাগানে একটি বিরাট বড় আম গাছ ছিল। বাগান মালিক গাছটি বিক্রয় করলে ক্রেতা আমগাছটি উঠানোর জন্য চারপার্শে মাটি খনন করা কালীন গাছটিকে বিপদজনক মনে করে খনন করা অবস্থায় পরিত্যক্ত রেখে চলে যান। পরবর্তীতে ঝড়ে আম গাছটি রাস্তার উপড়ে পড়ে যায়, খনন করা অবস্থায় গাছটি পড়ে যাওয়ার কারণে গাছটির নাম খোড়াগাছ এবং পরবর্তীতে এই খোড়াগাছ নামানুসারে ইউনিয়নের নাম করন হয় খোড়াগাছ।

অন্যান্য

সম্পাদনা

বাড়ির সংখ্যা-৬৬৮৩টি, হাটের সংখ্যা-৪টি, বাজারের সংখ্যা-৪টি, মসজিদ-৪৫টি, মন্দির-৬টি, শ্বশান-২টি, মহাবিদ্যালয়-৩টি, উচ্চ বিদ্যালয়-৬টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-২০টি, মাদ্রাসা-৬টি, মক্তব-৫০, কমিউনিটি ক্লিনিক-৩টি, স্যাটে লাইট ক্লিনিক-৮টি, এনজিও কার্যক্রম-৫টি, ক্লাব-৪টি, নদ/নদী-২টি, খাল-৪টি, জলমহল-১টি, বনবিভাগ-১টি, কোল্ড ষ্টোর-১টি, গার্মেন্টস-১টি, ছ”মিল-৯টি, রাইচ মিল-৮টি, চাতাল-৮টি, পোল্ট্রি খামার-২টি, নার্সারী-৫টি, মাজার শরিফ-৩টি, আদর্শ গ্রাম-২টি, পাকা রাস্তা-৩টি, কাচা রাস্তা-৪০টি, কুঠির শিল্প-২টি, ব্রিজ-১৫টি, খেলার মাঠ-৮টি।[]

গ্রামের তালিকা

সম্পাদনা

বখশিপাড়া, খোড়াগাছ উত্তরপাড়া, গুয়াতিপাড়া, সরকারপাড়া, মাদ্রাসাপাড়া, কুঠিপাড়া, মোড়লপাড়া, মন্ডলপাড়া, মিয়াপাড়া, পাইকারপাড়া, পাচঘরিয়া, নওদাপাড়া, মিরাজ, বাশটারী, মির্জাপুর, কিশামত রসুলপুর, রুপসী হল্লাইপাড়া, উত্তরপাড়া, রুপসী নাপিতপাড়া, রুপসী মধ্যপাড়া, ফকিরপাড়া, রুপসী দোলাপাড়া, ফতেপুর, রুপসী শৌলমারী, রুপসী গাছুয়াপাড়া, রুপনী সর্দারপাড়া, রুপসী বেকীপাড়া, সিকদারপাড়া, রুপসী গাছুয়াপাড়া র্পূবপাড়া, রুপসী ঘোনাপাড়া, রুপনী বড়বাড়ী, রুপসী মুন্সিপাড়, রুপসী হাজীপাড়া, পূর্বপাড়া, বকুলতলা, বনগা জুম্মাপাড়া, মাছুয়াপাড়া, মিয়াপাড়া,নয়াপাড়া, লালপুকুর, ফকিরপাড়া, তেকানী, ওকড়াপাড়া, সিট জারুল্লাপুর, পশ্চিমপাড়া, রংগাতিপাড়া, মৌলভীগঞ্জ, ধরেরপাড়া, পাইকাড় পাড়া, পাইকাড় পাড়া,ফকিরপাড়া, চতড়া, জারুল্লাপুর সরকারপাড়া, গাড়িয়ালপাড়া, ঘোনাপাড়া।[]

বিখ্যাত

সম্পাদনা

হাড়িভাঙ্গা আম এর উৎপত্তির জন্য বিখ্যাত। হা‌ড়িভাঙ্গা আ‌মের জন‌্য পদাগঞ্জ হাট অত‌্যন্ত বিখ‌্যাত । জিআই পণ‌্য হি‌সে‌বে হা‌ড়িভাঙ্গা আম অত‌্যন্ত জন‌প্রিয় হওয়ায় প্রতিবছর আম‌মেলা ব‌সে ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "খোরাগাছ ইউনিয়ন"khoragachup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯ 
  2. "খোরাগাছ ইউনিয়ন"khoragachup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা