খোজা[] হল জননাঙ্গ অপসারণকৃত নপুংসক পুরুষ। এদের শুধু শুক্রাশয় অথবা শুক্রাশয় এবং শিশ্ন উভয় অংশই কর্তন করে অপসারণ করা হয়। castrated,[] ল্যাটিন ভাষায়, eunuchus,[] spado (Greek: σπάδων spadon),[][] এবং castratus খোজা শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়।[]

কিযলার আগাসি, উসমানীয় রাজহেরেমের কালো খোজাদের প্রধান। খেতাবটির ভাষাগত অর্থ হল "নারীদের সর্দার।"।

হাজার বছরেরও অধিক সময়কাল ধরে, খোজারা বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছে, যেমন গৃহকর্মী, খোজাগায়ক, ধর্মীয় বিশেষজ্ঞ, সরকারি দাপ্তরিক, সেনাপ্রধান এবং নারীদের অভিভাবক বা হেরেমের দাস। খোজাদের দ্বারা হেরেম পরিচালিত হলে, রাজারা এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারতেন যে, একমাত্র তিনিই তার হেরেমের স্ত্রীদের সন্তানদের পিতা, কেননা প্রকৃত খোজারা আজীবনের জন্য প্রজননে অক্ষম হত।

সাধারনত খুব অল্প বয়সে কোন শিশুর সম্মতি ব্যাতিরেকেই খোজাকরন করা হত। খ্রিষ্টপূর্ব ২১ শতকে সুমেরিয় শহর লাগাছে স্বেচ্ছায় খোজাকরন করার প্রমাণ পাওয়া যায়।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. εὐνοῦχος. Liddell, Henry George; Scott, Robert; পারসিয়াস প্রজেক্টে এ গ্রিক–ইংলিশ লেক্সিকন.
  2. "Eunuch"। The New Oxford Dictionary of English। Oxford: Clarendon Press। ১৯৯৮। পৃষ্ঠা 634আইএসবিএন 9780198612636 
  3. টেমপ্লেট:L&S
  4. টেমপ্লেট:L&S
  5. σπάδων in Liddell and Scott.
  6. "Words"। Archives.nd.edu। ২০১৫-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২৪ 
  7. Maekawa, Kazuya (1980). Animal and human castration in Sumer, Part II: Human castration in the Ur III period. Zinbun [Journal of the Research Institute for Humanistic Studies, Kyoto University], pp. 1–56.
  8. Maekawa, Kazuya (1980). Female Weavers and Their Children in Lagash – Presargonic and Ur III. Acta Sumerologica 2:81–125.

বহিঃসংযোগ

সম্পাদনা