খেলনা বাড়ি
খেলনা বাড়ি হল একটি ২০২২ সালের ভারতীয় বাংলা নাটক টেলিভিশন ধারাবাহিক যা ১৬ মে ২০২২-এ জি বাংলায় মুক্তি পায়। অনুষ্ঠানটি সম্প্রচারের আগে ডিজিটাল প্ল্যাটফর্ম জি৫-এ উপলব্ধ। এতে মিতুল লাহিড়ী চরিত্রে আরাত্রিকা মাইতি এবং ইন্দ্রজিৎ লাহিড়ীর চরিত্রে বিশ্বজিৎ ঘোষ অভিনয় করেছেন।[১][২]
খেলনা বাড়ি | |
---|---|
ধরন | |
নির্মাতা | সৌভিক চক্রবর্তী |
চিত্রনাট্য | মালোভা মজুমদার |
গল্প লেখক | সৌভিক চক্রবর্তী |
পরিচালক | স্নেহাশিস জানা |
অভিনয়ে |
|
উদ্বোধনী সঙ্গীত | "মিঠে সুখে ভাঙ্গা গড়া খেলনা বাড়ি" |
সুরকার | শুভম মৈত্র |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | 412 |
নির্মাণ | |
প্রযোজক | জি বাংলা |
সম্পাদক |
|
ক্যামেরা সেটআপ | মাল্টি-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
নির্মাণ কোম্পানি | জি বাংলা |
পরিবেশক |
|
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি বাংলা |
ছবির ফরম্যাট |
|
মূল মুক্তির তারিখ | ১৬ মে ২০২২ | - বর্তমান
পটভূমি
সম্পাদনামিতুল মাটির পুতুল বানায়। কয়েক বছর আগে সে গুগলির সন্ধান পেয়েছিল যখন সে ছোট ছিল এবং তারপরে তাকে নিজের মেয়ে হিসাবে বড় করেছিল। ইন্দ্রজিৎ একজন আবাসন ব্যবসায়ী এবং তার একটি অন্ধকার করুণ অতীত রয়েছে। গল্পটি আবর্তিত হয়েছে কীভাবে মিতুল এবং ইন্দ্রজিৎ যারা চক এবং পনির থেকে আলাদা তারা তাদের পথ অতিক্রম করার পরে একে অপরের মধ্যে প্রেম খুঁজে পায়। গল্পটি শুরু হয় যে মিতুলের প্রচণ্ড বিরোধিতা ইন্দ্রকে তার বাড়ি এবং জমি প্রচার করতে একটি হোটেল তৈরি করার অনুমতি দেওয়ার জন্য। জীবনকাল কাটাতে কাটাতে তারা জানতে পারে রন সম্পত্তি হাতানোর জন্য ২০১৫ সালে অন্তরাকে হত্যা করে। রন মিতুল কে শেষ করার জন্য অনুরোধ ও অনামিকার সাথে হাত মিলায়। পরে রন জেলে যায়। বেশ কিছু দিন পর মিতুল সন্তানের জন্ম দেয় কিন্তু অনামিকা তার সন্তানকে চুরি করে নেয়।
বেশ কিছু বছর পর
সম্পাদনামিতুল তার সন্তানকে মনে করতে থাকে। সবার বয়স বেড়ে যায়। দেবকুমার এখন প্রয়াত। এখন গল্পটি আবর্তিত হয়েছে কিভাবে মিতুল তার হারানো পুত্র সন্তান আদরের খোঁজ পায়।
অভিনয়ে
সম্পাদনাপ্রধান চরিত্র
সম্পাদনা- মিতুল লাহিড়ী (বিবাহপূর্ব পাল) চরিত্রে আরাত্রিকা মাইতি - একজন শিল্পী যে মাটির পুতুল তৈরি করে, গুগলির ও আদরের মা, ইন্দ্রর স্ত্রী। (২০২২-বর্তমান)
- ইন্দ্রজিৎ "ইন্দ্র" লাহিড়ী চরিত্রে বিশ্বজিৎ ঘোষ - একজন ব্যবসায়ী, গুগলির ও আদরের বাবা, মিতুলের স্বামী।[৩] (২০২২-বর্তমান)
- সোহাগ লাহিড়ী (গুগলি) চরিত্রে ইন্দ্রাণী ভট্টাচার্য - একজন অনাথ শিশু, মিতুলের দত্তক সন্তান,আদরের বড় দিদি,ইন্দ্রর মেয়ে। (২০২৩-বর্তমান)
- ছোট গুগলির চরিত্রে মাহি সিং। (২০২২-২৩)
- আদর লাহিড়ী চরিত্রে সপ্তর্ষি চৌধুরী / শিবা - মিতুল ও ইন্দ্রর ছেলে, গুগলির ছোট ভাই। (২০২৩-বর্তমান)
অন্যান্য চরিত্র
সম্পাদনা- যেসব চরিত্রে মিশমি দাস
- প্রয়াত অন্তরা লাহিড়ী (বিবাহপূর্ব চক্রবর্তী) - গুগলির মা, ইন্দ্রর প্রথম স্ত্রী, অনামিকার যমজ বোন।[৪] (২০২৩)
- অনামিকা চক্রবর্তী - অন্তরার যমজ বোন। (২০২২-বর্তমান)
- সুশোভন লাহিড়ী চরিত্রে সোহন বন্দ্যোপাধ্যায় - ইন্দ্র, রন এবং শুভর বাবা, দেবযানীর স্বামী। (২০২২-বর্তমান)
- দেবযানী লাহিড়ী চরিত্রে নন্দিনী চ্যাটার্জি - ইন্দ্রর সৎ মা, সুশোভনের দ্বিতীয় স্ত্রী, রনো এবং শুভর মা। (২০২২-২৩)
- প্রয়াত দেবকুমার লাহিড়ী চরিত্রে সমীর বিশ্বাস - ইন্দ্র, রন, শুভর ঠাকুরদা এবং কলির দাদু, সুশোভন এবং সুমির বাবা, গুগলির প্রপিতামহ। (২০২২-২৩)
- কণিকা লাহিড়ী চরিত্রে অনুরাধা রায় - ইন্দ্র, রন, শুভর ঠাকুমা এবং কলির দিদা, সুশোভন এবং সুমির মা, গুগলির প্রপিতামহী। (২০২২-বর্তমান)
- ডাঃ পুলক চক্রবর্তী চরিত্রে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় - কলির বাবা, সুমির স্বামী, মিতুলের ঘোষিত বাবা। (২০২২)
- সুস্মিতা "সুমি" চক্রবর্তী চরিত্রে ময়না ব্যানার্জি - ইন্দ্রর পিসী, কলির মা, পুলকের স্ত্রী, সুশোভনের বোন। (২০২২-বর্তমান)
- ডাঃ কথাকলি "কলি" চক্রবর্তী চরিত্রে অস্মিতা চক্রবর্তী - ইন্দ্রের পিসতুতো বোন, সুমির মেয়ে।[৫] (২০২২-বর্তমান)
- পলাশ চরিত্রে অনিন্দ্য চক্রবর্তী - দেবযানীর ভাই, রন এবং শুভর মামা, সৃষ্টির বাবা, স্বর্ণালীর স্বামী, একজন চিত্রশিল্পী। (২০২২)
- স্বর্ণালী চরিত্রে লোপামুদ্রা সিনহা - দেবযানীর শ্যালিকা, সৃষ্টির মা, পলাশের স্ত্রী। (২০২২)
- সৃষ্টি চরিত্রে বৃষ্টি রায় - পলাশ ও স্বর্ণালীর মেয়ে, রন ও শুভর মামাতো বোন। (২০২২)
- অর্কপ্রভ "অর্ক" চরিত্রে নীল চ্যাটার্জি - ইন্দ্রর বাল্যবন্ধু এবং ব্যবসায়িক অংশীদার। (২০২২-বর্তমান)
- সীমন্তিনী ওরফে সিমি চরিত্রে স্বাগতা সেন - অফিসে লাহিড়ীর কর্মচারী। (২০২২-২৩)
- শুভজিৎ "শুভ" লাহিড়ী চরিত্রে ঋষভ চক্রবর্তী - সুশোভন এবং দেবযানীর ছোট ছেলে, ইন্দ্রর ছোট সৎ ভাই, রনর ছোট ভাই।[৬] (২০২২-বর্তমান)
- রনজিৎ "রন" লাহিড়ী চরিত্রে সায়ন্তন শান সরকার - ইন্দ্রর ছোট সৎ ভাই, সুশোভন এবং দেবযানীর বড় ছেলে, শুভর বড় ভাই। (২০২২-বর্তমান)
- হরিপদ সরকার চরিত্রে বুদ্ধদেব ভট্টাচার্য - কৃষ্ণনগরের স্থানীয় কাউন্সিলর। (২০২২)
- রথন চরিত্রে ভিকি নন্দী - হরিপদের ছেলে। (২০২২)
- অনির্বাণ চরিত্রে অমিতাভ দাস - কলির প্রেমের আগ্রহ। (২০২২)
- পঞ্চা চরিত্রে রাহুল ব্যানার্জি - লাহিড়ী পরিবারের বাড়ির কর্মচারী। (২০২২-বর্তমান)
- মোহিনী রায় চরিত্রে রিয়া গাঙ্গুলি চক্রবর্তী - গুগলির নকল মা। (২০২২)
- গুগলির নকল বাবার চরিত্রে অভিজিৎ দেব রায়। (২০২২)
- অনুরাধা আপ্তে চরিত্রে আয়েন্দ্রি লাভনিয়া রায়।[৭] (২০২২-২৩)
- আদরের সৎ মায়ের চরিত্রে গুলশানারা খাতুন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঝগড়া দিয়েই শুরু হবে মিতুল-ইন্দ্রর প্রেমের কাহিনি, জি বাংলায় আসছে 'খেলনা বাড়ি'"। Hindustantimes Bangla। ২০২২-০৪-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩।
- ↑ "সে কী! 'পিলু'র জায়গা নিল 'খেলনা বাড়ি', শেষ হচ্ছে গৌরব-মেঘা অভিনীত এই ধারাবাহিক?"। Hindustantimes Bangla। ২০২২-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩।
- ↑ "Biswajit Ghosh to play a successful businessman in 'Khelna Bari'"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩।
- ↑ সংবাদদাতা, নিজস্ব। "Khelna Bari | আগুনের মধ্যে থেকে বেরিয়ে এল ইন্দ্রর প্রাক্তন স্ত্রী, 'টিআরপি' যুদ্ধে এগিয়ে থাকার নতুন ফন্দি?"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩।
- ↑ "ফের চ্যানেল বদল! স্টার জলসার দুই জনপ্রিয় নায়িকা আসছেন জি বাংলার 'খেলনা বাড়ি'তে"। Hindustantimes Bangla। ২০২২-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩।
- ↑ "জি বাংলার 'খেলনা বাড়ি'তে নায়কের ভাই হবেন 'পাণ্ডব গোয়েন্দা' অভিনেতা, কে তিনি?"। Hindustantimes Bangla। ২০২২-০৫-১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩।
- ↑ "Actress Ayendri Lavnia Roy joins the cast of Khelna Bari"। www.bengalplanet.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৩।