খেরাই
খেরাই আসাম-এর বোড়ো জনগোষ্ঠীর লোকদের প্রজনন এবং উর্বরার প্রতীকরূপে পালন করা এক কৃষিভিত্তিক উৎসব[১]৷ এই উৎসব সাধারনত কার্তিক মাসে (অক্টোবর -ডিসেম্বর) চাষ করার ঠিক আগে আগে উদ্যাপন করা হয়[২]৷ এই উৎসবের সঙ্গে জড়িত খেরাই নৃত্য এক ঋতুধর্মী নৃত্য৷ সিজু গাছকে বাথৌ দেবতা হিসাবে গণ্য করে বোড়োরা পরম্পরাগতভাবে এই পূজা করে৷
খেরাই | |
---|---|
অবস্থান (সমূহ) | আসাম |
আয়োজক | বোড়ো জনগোষ্ঠী |
নামের অর্থ
সম্পাদনাখেরাইর ব্যুৎপত্তিগত অর্থ এচাম পণ্ডিত এইমতো দিয়েছেন, খেরাই হল ’খার’ + ’আই’, অর্থাৎ খার মানে হল দৌড় বা গতি এবং "আই" মানে গোঁসানী৷ আইমাতাকে সন্তুষ্ট করার জন্য করা নৃত্যই হল খেরাই নৃত্য৷ কোনো কোনো লোকের মতে খ-র অর্থ হল আঠু কঢ়া, রা-মানে সম্বোধন করা এবং ই-র অর্থ হল ঈশ্বর-এর উদ্দেশ্যে করা নৃত্য[৩]৷
বিবরণ
সম্পাদনাবাথৌ দেবতা-এর সামনে বিভিন্ন উপাচার, বলির জীব-জন্তু, পশু-পক্ষী রেখে দেওধনী পূর্বদিকে মুখ করে গামারি কাঠের পীড়েয় বসেন৷ ওঝা পরে বসে আঠু পর্যন্ত মন্ত্র বলেন৷ ওঝা-এর পরে বুঢ়া-মেথারা বসেন৷ দেউরী দেওধনীর বাদিকে কিছু আঁতরে বসেন৷ সেইসময়ে খেরাই নৃত্য চলতে থাকে৷ পূজা শেষ হয়ে যাওয়ার পরেও নৃত্য চলতে থাকে৷ খাম, চিফুং, রিঙি, রামতাল, ওবা, খোবাং, বঙ্গনা ইত্যাদি এই নৃত্যে ব্যবহার হওয়া বাদ্যযন্ত্র[৩]৷
প্রকার
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ms. Anjalee Hazowary, Dr. Mangal Singh Hazowary। "Kherai Festival: A Traditional Religious Festival of Bodos" (পিডিএফ)। সংগ্রহের তারিখ মার্চ ১১, ২০১৩।
- ↑ "Festivals of the Bodo tribes"। vedanti.com। 18th Jan, 2011। মার্চ ৫, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ March 11, 2013। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ ক খ অসমীয়া সংস্কৃতির কণিকা – সম্পাদনা- ড° পরমানন্দ রাজবংশী, ড০ নারায়ন দাস (পৃষ্ঠা- ৯৮)
বহিঃসংযোগ
সম্পাদনা- ইউটিউবে খেরাই পূজার এক দৃশ্যশ্রাব্য
- ‘Kherai a religious festival’ আর্কাইভইজে আর্কাইভকৃত ১০ এপ্রিল ২০১৩ তারিখে, assamtribune.com.