খেরাই আসাম-এর বোড়ো জনগোষ্ঠীর লোকদের প্রজনন এবং উর্বরার প্রতীকরূপে পালন করা এক কৃষিভিত্তিক উৎসব[]৷ এই উৎসব সাধারনত কার্তিক মাসে (অক্টোবর -ডিসেম্বর) চাষ করার ঠিক আগে আগে উদ্‌যাপন করা হয়[]৷ এই উৎসবের সঙ্গে জড়িত খেরাই নৃত্য এক ঋতুধর্মী নৃত্য৷ সিজু গাছকে বাথৌ দেবতা হিসাবে গণ্য করে বোড়োরা পরম্পরাগতভাবে এই পূজা করে৷

খেরাই
অবস্থান (সমূহ)আসাম
আয়োজকবোড়ো জনগোষ্ঠী

নামের অর্থ

সম্পাদনা

খেরাইর ব্যুৎপত্তিগত অর্থ এচাম পণ্ডিত এইমতো দিয়েছেন, খেরাই হল ’খার’ + ’আই’, অর্থাৎ খার মানে হল দৌড় বা গতি এবং "আই" মানে গোঁসানী৷ আইমাতাকে সন্তুষ্ট করার জন্য করা নৃত্যই হল খেরাই নৃত্য৷ কোনো কোনো লোকের মতে খ-র অর্থ হল আঠু কঢ়া, রা-মানে সম্বোধন করা এবং ই-র অর্থ হল ঈশ্বর-এর উদ্দেশ্যে করা নৃত্য[]

বাথৌ দেবতা-এর সামনে বিভিন্ন উপাচার, বলির জীব-জন্তু, পশু-পক্ষী রেখে দেওধনী পূর্বদিকে মুখ করে গামারি কাঠের পীড়েয় বসেন৷ ওঝা পরে বসে আঠু পর্যন্ত মন্ত্র বলেন৷ ওঝা-এর পরে বুঢ়া-মেথারা বসেন৷ দেউরী দেওধনীর বাদিকে কিছু আঁতরে বসেন৷ সেইসময়ে খেরাই নৃত্য চলতে থাকে৷ পূজা শেষ হয়ে যাওয়ার পরেও নৃত্য চলতে থাকে৷ খাম, চিফুং, রিঙি, রামতাল, ওবা, খোবাং, বঙ্গনা ইত্যাদি এই নৃত্যে ব্যবহার হওয়া বাদ্যযন্ত্র[]

প্রকার

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ms. Anjalee Hazowary, Dr. Mangal Singh Hazowary। "Kherai Festival: A Traditional Religious Festival of Bodos" (পিডিএফ)। সংগ্রহের তারিখ মার্চ ১১, ২০১৩ 
  2. "Festivals of the Bodo tribes"। vedanti.com। 18th Jan, 2011। মার্চ ৫, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ March 11, 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. অসমীয়া সংস্কৃতির কণিকা – সম্পাদনা- ড° পরমানন্দ রাজবংশী, ড০ নারায়ন দাস (পৃষ্ঠা- ৯৮)

বহিঃসংযোগ

সম্পাদনা