খুলনা নিউজপ্রিন্ট মিল

বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি নিউজপ্রিন্ট সংস্থা এবং কারখানা
(খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)

খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি নিউজপ্রিন্ট সংস্থা এবং কারখানা ছিল। এটি বাংলাদেশের বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানা ছিল।[]

খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড
গঠিত১৯৫৯
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

ইতিহাস

সম্পাদনা

খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড ১৯৫৯ সালে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে প্রতিষ্ঠিত হয়। কারখানাটি ৮৭ একর জায়গায় জুড়ে ছিল যেখানে শ্রমিক ও অফিসারের জন্য আবাসন, বিদ্যালয়, মাদ্রাসা এবং একটি মসজিদ ছিল।[] খুলনা নিউজপ্রিন্ট বাংলাদেশের বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিলের তুলনায় সস্তা মূল্যে কাগজপত্র সরবরাহ করত।[] এটি রফতানি ক্রেডিট বীমা কর্পোরেশন (যা পরে ১৯৬৯ সালে রফতানি উন্নয়ন কানাডায় পরিণত হয়) কর্তৃক কলম্বো পরিকল্পনার অধীনে অর্থায়ন পেয়েছিল। কারখানার সরঞ্জাম কানাডিয়ীয় জেনারেল ইলেক্ট্রনিক সরবরাহ করত।[] এই কাগজ কল হতে বছরে ৫০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদিত হতো।

২০০২ সালের ৩০ নভেম্বর খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।[] চুল্লি তেলের দাম বাড়ার কারণে এটি বন্ধ হয়ে যায়। ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ সরকার কারখানার রক্ষণাবেক্ষণ ও বেতন প্রদানের জন্য ১০০ কোটি টাকা ব্যয় করেছিল।[] ২০০৫ সালে, কারখানাটির ১৩ একর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে ইজারা দেওয়া হয়।[]

২০১৫ সালে, বাংলাদেশ সরকার খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেডের জায়গায় একটি পাওয়ার প্লান্ট এবং একটি নতুন কাগজ কল তৈরির পরিকল্পনা ঘোষণা করে।[] নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে ৭৫০-৮০০ মেগাওয়াট উৎপাদন করার জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়া হয়।[]

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা

সম্পাদনা

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পূর্বে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ১লা মার্চ থেকে খুলনা নিউজপ্রিন্ট মিল তাদের কাগজ তৎকালীন পশ্চিম পাকিস্তানে পাঠানো বন্ধ করে দেয়। ফলে নিউজপ্রিন্টের অভাবে ডন পত্রিকা সহ সেখানকার বিভিন্ন সংবাদপত্রের কলেবর ব্যাপক হ্রাস পায়।[১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. The Journal of the Institute of Bangladesh Studies (ইংরেজি ভাষায়)। ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০০১। পৃষ্ঠা ১৯৩। 
  2. "Khulna Newsprint Mills completes 15 yrs of closure"today.thefinancialexpress.com.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০ 
  3. এম হবিবুল্লাহ (২০১২)। "কর্ণফুলি পেপার মিল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. ব্রেচার, ইরর্ভিং; আব্বাস, এস. এ. (২৪ নভেম্বর ২০০৫)। Foreign Aid and Industrial Development in Pakistan [পাকিস্তানে বৈদেশিক সাহায্য ও শিল্প উন্নয়ন] (ইংরেজি ভাষায়)। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৮৭। আইএসবিএন 978-0-521-02336-8 
  5. প্রতিবেদক, নিজস্ব। "দেড় দশকে শুধুই পরিকল্পনা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১ 
  6. "No production in Khulna Newsprint Mills for over a decade" [এক দশকেরও বেশি সময় ধরে খুলনা নিউজপ্রিন্ট মিলসে কোন উৎপাদন নেই]। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০ 
  7. "Khulna Newsprint Mill closed for good; land goes to BSCIC for industrial park"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০ 
  8. মুক্তি, আবু হেনা। "বন্ধের দেড় যুগেও চালু হয়নি নিউজপ্রিন্ট মিল"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১ 
  9. "খুলনা নিউজপ্রিন্টের জমিতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে সরকার"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১ 
  10. ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চের ঘটনাপ্রবাহ, বাংলা ট্রিবিউন, ২৫ মার্চ ২০১৯