ছোট ফইট্টা
স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি
(খুরঅলা ফইট্টা থেকে পুনর্নির্দেশিত)
ছোট ফইট্টা বা খুর ফইট্টা (বৈজ্ঞানিক নাম: Tragulus kanchil) হচ্ছে ট্রাগুলিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী প্রজাতি।
ছোট ফইট্টা | |
---|---|
জার্মানির চিড়িয়াখানায় একটি ছোট ফইট্টা | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | কর্ডাটা (Chordata) |
শ্রেণি: | স্তন্যপায়ী (ম্যামেলিয়া) |
বর্গ: | আর্টিওড্যাকটিলা (Artiodactyla) |
পরিবার: | Tragulidae |
গণ: | Tragulus র্যাফেলস, ১৮২১ |
প্রজাতি: | T. kanchil |
দ্বিপদী নাম | |
Tragulus kanchil র্যাফেলস, ১৮২১ | |
বিস্তৃতি
সম্পাদনাখুর-ফইট্টা ইন্দোচীন, বার্মা, ব্রুনেই, কম্বোডিয়া, চীনের দক্ষিণ ইয়েনান, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ও ভিয়েতনামে পাওয়া যায়।
বিবরণ
সম্পাদনাএটি খুর-ফইট্টা সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী। এটি পূর্ণবয়স্ক হলে উচ্চতা হয় ৪৫ সেমি বা ১৮ ইঞ্চি এবং ওজন ২ কেজি। এরা বুনো কুকুরের শিকারের কারণে বিপদগ্রস্ত।
অবস্থা
সম্পাদনাআইইউসিএন খুর-ফইট্টাকে ন্যূনতম বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে বিবেচনা করে থাকে।[১] বাংলাদেশ থেকে এটি ১৯৮০’র দশকে বিলুপ্ত হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Timmins, R.; Duckworth, J.W. (২০১৫)। "Tragulus kanchil"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন। 2015: e.T136297A61978576। ডিওআই:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T136297A61978576.en । সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- Mammal Species of the World ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০০৯ তারিখে