খুকী কালীমন্দির, বজবজ
বজবজে অবস্থিত মন্দির
খুকী কালীমন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বজবজ শহরে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির।
বিবরণ
সম্পাদনাবজবজে চিত্রগঞ্জের শ্মশানে আটচালা খুকী কালীমন্দির অবস্থিত। কষ্টিপাথর নির্মিত এক ফুট উচ্চ চতুর্ভূজা ত্রিনয়না দেবী বিগ্রহের পদতলে শিব অনুপস্থিত।[১]:৯৩ অতীতে বর্ধমান থেকে ডাকাতি করে ফেরার পথে এই কালীমূর্তিকে ডাকাতসর্দার, দয়াল ঠাকুর সাধকের কাছে রেখেই চলে যায়। দয়াল ঠাকুরের গুরু স্বামী পূর্ণানন্দ বিগ্রহটি স্থাপনা করেন।[২] কথিত আছে, স্বামী বিবেকানন্দ শিকাগো থেকে ফেরার সময় এই মন্দির দর্শন করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১
- ↑ Prohor। "বুকের ওপর মূর্তি রেখে সাধনা; কমলাকান্তের আরাধ্য কালীই বজবজের 'খুকি'! - Prohor"। বুকের ওপর মূর্তি রেখে সাধনা; কমলাকান্তের আরাধ্য কালীই বজবজের ‘খুকি’! - Prohor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৬।
- ↑ "অতিজাগ্রত কালীমন্দির, যেখানকার বিগ্রহের পুজো করতেন ইতিহাস প্রসিদ্ধ এক সাধক"। Indian Express Bangla। ২০২৩-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৬।