খাসকররা ইউনিয়ন
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন
খাসকররা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ৭৪.৬১ কিমি২ (২৮.৮১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ২৮,৫০৮ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৩টি ও মৌজার সংখ্যা ৯টি।[২]
'"`UNIQ--templatestyles-00000000-QINU`"'<span class="tmp-color" style="color:green">খাসকররা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
১২নং খাসকররা ইউনিয়ন | |
বাংলাদেশে খাসকররা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৯′৫.৪″ উত্তর ৮৮°৫৮′২৫.৩″ পূর্ব / ২৩.৬৫১৫০০° উত্তর ৮৮.৯৭৩৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | চুয়াডাঙ্গা জেলা |
উপজেলা | আলমডাঙ্গা উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৬২ |
সরকার | |
• চেয়ারম্যান | তাছফির আহম্মেদ মল্লিক লাল |
আয়তন | |
• মোট | ৭৪.৬১ বর্গকিমি (২৮.৮১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৮,৫০৮ |
• জনঘনত্ব | ৩৮০/বর্গকিমি (৯৯০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৭২১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাচুয়াডাঙ্গাজেলাধীন আলমডাঙ্গা উপজেলা সদর হতে প্রায় ১৪ কি:মি: পশ্চিম দিকে ভাটুই নদী পরিবেষ্ঠিত ১২নং খাসকররা ইউনিয়ন পরিষদ অবস্থিত। ইহারউত্তর দিকে আলমডাঙ্গা উপজেলা’র বেলগাছী ইউনিয়ন, পশ্চিমে আইলহাস ইউনিয়ন।
গ্রামসমূহ
সম্পাদনা- নওলামারী
- রামদিয়া
- কায়েতপাড়া
- রায়সা
- খাসকররা
- নিশ্চিন্দীপুর
- কাবিলনগর
- পারলক্ষীপুর
- রায়লক্ষীপুর
- হাকিমপুর
- তিয়রিবলা
- তালুককররা
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ
সম্পাদনা- খাসকররা ডিগ্রী কলেজ (২০০০)
মাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনা- খাসকররা মাধ্যমিক বিদ্যালয় (১৯৭১)
- খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় (১৯৬৫)
- তিওরবিলা মাধ্যমিক বিদ্যালয়
- নওলামারী আলিম মাদ্রাসা
- কাবিলনগর আলিম মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
সম্পাদনা- খাসকররা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খাসকররা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৭৮ নং নওলামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়
- তিওরবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তালুককররা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
সম্পাদনা- মো: নুরু মল্লিক সময়কাল
- মো: মদিন মিয়া
- মো: হারেজ উদ্দীন
- মো: নফিজ উদ্দীন
- মো: আজিবর রহমান
- মো:তাফছির আহম্মেদ লাল
- মো: মোস্তাফিজুর রহমান রুন্নু
উল্লেখিত চেয়ারম্যানবৃন্দ খাসকররা ইউনিয়নে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন মহরহুম চেয়ারম্যান মোকলেচুর রহমান এর পুত্র মো: তাফসির আহমেদ মল্লিক (লাল)।
ধর্মীয় প্রতিষ্ঠান
সম্পাদনাখাসকররা ইউনিয়নের মসজিদ সমূহ
সম্পাদনা- খাসকররা দক্ষিণ পাড়া জামে মসজিদ
- খাসকররা পূর্ব পড়া জামে সমজিদ
- খাসকররা উত্তর পাড়া জামেমসজিদ
- তালুক কররা উক্তর পাড়া জামে মসজিদ
- তালুক কররা দক্ষিন পাড়া জামে মসজিদ
- পারলক্ষীপুর জামে মসজিদ
- পারলক্ষীপুর দক্ষিণ পড়া জামে মসজিদ
- তিয়রবিলা জামে মসজিদি
- তিয়রবিলা মুস্নী পাড়া জামে মসজিদ
- বোনতিয়র বিলা পূর্ব পাড়া জামে মসজিদ।
- হাকিমুর জামে মসজিদ
- হাকিমপুর পূর্ব পাড়া জামে মসজিদ
- রায়সা ৪ পাড়ায় ৪ টি জামে সমজিদ
- নওলামারী জামে মসজিদ
- নওলামারী পূর্বপাড়া জামে মসজিদ
- রামদিয়া জামে মসজিদ
- রামদিয়া পূর্বপাড়া জামে সমজিদ।
খাসকররা ইউনিয়নের ঈদগাহ সমূহ
সম্পাদনা- খাসকররা ঈদগাহ ময়দান
- তালুক কররা ঈদগাহ ময়দান
- লক্ষীপুর ঈদগাহ ময়দান
- হাকিমপুর ঈদগাহ ময়দান
- তিয়রবিলা ঈদগাহ ময়দান
- রায়সা ঈদগাহ ময়দান
- নওলামারী ঈদগাহ ময়দান
- রামদিয়া ঈদগাহ ময়দান
কবরস্থান
সম্পাদনাখাসকররা ইউনিয়নে কবরস্থানের সংখ্যা:৩টি
- পারলক্ষীপুর কবরস্থান
- খাসকররা কবরস্থান
- কাবিলনগর কবরস্থান
মন্দির সমূহ
সম্পাদনা- খাসকররা ৪ নং ওয়ার্ড দূর্গা মন্দির
- রায়লক্ষীপুর দূর্গা মন্দির
দর্শনীয় স্থান
সম্পাদনা- কায়েতপাড়া বাওড়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "খাসকররা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০১৯-০৮-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।