খালেদা খানম (মুক্তিযোদ্ধা)

খালেদা খানম (আনু. ১৯৪৯ — ১১ সেপ্টেম্বর ২০২২) বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ছিলেন। তিনি সপ্তম জাতীয় সংসদে তিনি সংরক্ষিত মহিলা আসন ২১ থেকে মনোনীত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ছিলেন।[][]

অধ্যাপিকা
খালেদা খানম
সংরক্ষিত মহিলা ২১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৫ জুলাই ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১
পূর্বসূরীসামসুন নাহার
উত্তরসূরীরেহানা আক্তার রানু
ব্যক্তিগত বিবরণ
জন্মখালেদা খানম বকুল
আনু. ১৯৪৯
শরীয়তপুর জেলা
মৃত্যু১১ সেপ্টেম্বর ২০২২
ঢাকা
সমাধিস্থলশরীয়তপুর জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

প্রাথমিক জীবন

সম্পাদনা

খালেদা খানম আনু. ১৯৪৯ সালে শরীয়তপুরের পালং জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

সম্পাদনা

খালেদা খানম লালমাটিয়া মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ছিলেন। ২০০৯ সালে শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন৷[]

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক, অঙ্গীকার সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারর্পাসন ছিলেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

খালেদা খানম চট্টগ্রাম স্কুল জীবন থেকেই রাজনীতি শুরু করেন।

জেলা মহিলা আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদিকা ছিলেন।

তিনি ১৯৭৩ সালে আওয়ামী লীগের কেন্দ্রে দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন৷ এছাড়া প্রচার সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছেন৷

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহ- সভানেত্রী ছিলেন।[][]

তিনি সপ্তম জাতীয় সংসদে তিনি সংরক্ষিত মহিলা আসন ২১ থেকে মনোনীত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

খালেদা খানম ১১ সেপ্টেম্বর ২০২২ সালে মৃত্যুবরণ করেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "'চট্টগ্রামের অগ্নিকন্যা'"ডয়চে ভেলে। ১৬ মে ২০১২। ২২ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৩ 
  3. "বীর মুক্তিযোদ্ধা খালেদা খানম ইন্তেকাল করেছে"বাসস। ১১ সেপ্টেম্বর ২০২২। ২২ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৩ 
  4. "বীর মুক্তিযোদ্ধা খালেদা খানম ইন্তেকাল করেছে"এবিনিউজ২৪.কম। ১১ সেপ্টেম্বর ২০২২। ২২ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৩