খালিদ ইবনে সাঈদ ইবনে আল-আস ( আরবি: خالد بن سعيد بن العاص  ; d ৬৩৪ CE), ইসলামিক নবী মুহাম্মদের একজন সহচর এবং রাশিদুন খিলাফতের অধীনে একজন জেনারেল ছিলেন।[]

খালিদ ইবনে সাঈদ
মৃত্যু৬৩৪
পরিচিতির কারণমুহাম্মদ(সঃ) এর সাথী
দাম্পত্য সঙ্গীহামানিয়া
উম্মে হাকিম বিনতে আল-হারিস ইবনে হিশাম
সমর কৃত্যক
আনুগত্যরাশেদুন খিলাফত
যুদ্ধ/সংগ্রামমারজ আল-সাফফার যুদ্ধ (৬৩৪)

তিনি ছিলেন কুরাইশের বনু উমাইয়া গোত্রের অন্যতম সদস্য।[] খালিদ তার ভাই আমরের সাথে ৬১৩ খ্রিস্টাব্দের আগে ইসলাম গ্রহণ করেন।[] তিনি তার স্ত্রী হামানিয়ার সাথে আবিসিনিয়ায় চলে যান,[] যেখানে তিনি উম্মে হাবিবার ওয়ালি হিসেবে কাজ করেন যখন তিনি আবিসিনিয়ায় থাকাকালীন মুহাম্মদকে বিয়ে করেন।[]

৬৩৩ খ্রিস্টাব্দে তিনি আবু বকর কর্তৃক সিরিয়ার অভিযানের কমান্ডার নিযুক্ত হন।[] ৬৩৪ খ্রিস্টাব্দে মারজ আল-সাফফার যুদ্ধের আগের সন্ধ্যায় তিনি উম্মে হাকিম বিনতে আল-হারিস ইবনে হিশামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তিনি যুদ্ধে নিহত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মার্টিনডেল, জে.আর. (১৯৯২-১০-১৫)। পরবর্তী রোমান সাম্রাজ্যের প্রসোপোগ্রাফি ২ পার্ট সেট: খণ্ড ৩, খ্রিস্টাব্দ ৫২৭-৬৪১ (ইংরেজি ভাষায়)। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন 978-0-521-20160-5  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":0" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. দ্য ক্যালকাটা রিভিউ - গুগল বই। ১৮৫৫। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১৮ 
  3. ইসলামকোটব। নবীর সাহাবীগণ - ইসলামকোটব - গুগল বই। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১৮ 
  4. মুইর, স্যার উইলিয়াম (১৮৮৩)। প্রারম্ভিক খিলাফতের ইতিহাস: মূল সূত্র থেকে - স্যার উইলিয়াম মুইর - গুগল বই। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১৮ 
  5. বলধুরী, আহমাদ ইবনে ইয়াহইয়া (২০০২)। ইসলামিক স্টেটের উৎপত্তি: আল-ইমাম আবু-ল'আব্বাস আহমাদ ইবনে-জাবির আল-বালধুরির কিতাব ফুতুহ আল-বুলদানের টীকা, ভৌগোলিক এবং ঐতিহাসিক নোট সহ আরবি থেকে অনুবাদ হওয়া (ইংরেজি ভাষায়)। গর্গিয়াস প্রেস। পৃষ্ঠা ১৮২। আইএসবিএন 978-1-931956-63-5ওসিএলসি 2475649