শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়।[] বিদ্যালয়টি ১৯৭২ সালের পহেলা জানুয়ারি স্থাপিত হয়। পড়ালেখার পাশাপাশি বিদ্যালয়টি খেলাধুলা, বিজ্ঞান প্রকল্পেও সেরা।[]

শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর লোগো
২০২১ সালে শাউবি
অবস্থান
চান্দহর, সিংগাইর, মানিকগঞ্জ

বাংলাদেশ
,
১৮২২

তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি মাধ্যমিক
নীতিবাক্যশিক্ষাই জাতির মেরুদণ্ড
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৯৭২; ৫২ বছর আগে (1972-01-01)
অবস্থাএমপিওভুক্ত
বিদ্যালয় বোর্ডঢাকা বোর্ড
বিদ্যালয় জেলামানিকগঞ্জ
সেশনজানুয়ারি - ডিসেম্বর
বিদ্যালয় কোড৪১৮১
ইআইআইএন১১১০৭০
প্রধান শিক্ষকএনামুল হক[]
শিক্ষকমণ্ডলী১৬ জন
কর্মচারী৭ জন
বয়সসীমাআনুমানিক ১১ - ১৮
শ্রেণি৬ষ্ঠ থেকে ১০ম
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনগ্রামীণ
রংনীল এবং সাদা         
ডাকনামশাউবি
সহকারী প্রধান শিক্ষকমোঃ মহসিন আহমেদ
মোট শিক্ষার্থীপ্রায় ৭০০ জন
ওয়েবসাইটhttps://sahsc.edu.bd/

অবস্থান

সম্পাদনা

বিদ্যালয়টি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে অবস্থিত।[]

ইতিহাস

সম্পাদনা

বিদ্যালয়টি ১৯৭২ সালে স্থানীয় শিক্ষানুরাগী মরহুম আতাউর রহমান মোল্লা, মরহুম মেহের আলী চেয়ারম্যান, মরহুম মমতাজ উদ্দিন খান, মরহুম মুকলেছুর রহমান, জনাব মোঃ আনোয়ার খান মেম্বার, মোঃ আঃ হাই মেম্বার সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে স্থানীয় শিক্ষানুরাগী মরহুম হারিসুর রহমান মোল্লা প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন।[]

অবকাঠামো

সম্পাদনা

বিদ্যালয়টি ৩২৯ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত, যার মধ্যে প্রতিষ্ঠানের ভবন ৫০ শতাংশ জায়গার ওপর নির্মাণ করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার জন্য বিদ্যালয়ে ১৬৬ শতাংশ বিশিষ্ট একটি খেলার মাঠ রয়েছে। বিদ্যালয়ের পেছনে একটি পুকুর রয়েছে যার আয়তন ১০০ শতাংশ এবং অতিরিক্ত ৪ শতাংশ বেশি জমি রয়েছে।[]

প্রাত্যহিক সমাবেশ

সম্পাদনা

সুশৃঙ্খল মন ও আনুগত্য তৈরিতে, এই বিদ্যালয়ে প্রতিদিন শিক্ষা কার্যক্রমের পূর্বে সমাবেশ হয়ে থাকে।

শিক্ষক-অভিভাবক সম্মেলন

সম্পাদনা

এই বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বিভিন্ন সময় একসঙ্গে মিলে আলোচনায় করেন। সেখানে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও প্রতিকারের সম্পর্কে আলোচনা করা হয়।

সুযোগ-সুবিধা

সম্পাদনা

এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস ও ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে।[] এছাড়া প্রতিবছরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানি ও আলাদা টয়লেট ব্যবস্থা রয়েছে।[]প্রত্যেক বছর ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও প্রতিকারের জন্য বিনামূল্যে উপহার সামগ্রী দেওয়া হয়।[][১০]

শিক্ষকমণ্ডলী

সম্পাদনা
শিক্ষক-শিক্ষিকা তালিকা
নাম পদবি লিঙ্গ
এনামুল হক প্রধান শিক্ষক পুরুষ
মোঃ মহসিন আহমেদ সরকারি প্রধান শিক্ষক পুরুষ
মোঃ সফি উদ্দিন সহকারি শিক্ষক পুরুষ
আবুল কাইয়ুম সরকারি শিক্ষক পুরুষ
মোঃ সাজ্জাদ হোসেন সরকারি শিক্ষক পুরুষ
মোঃ এরশাদ আলী সহকারি শিক্ষক পুরুষ
কেশব চন্দ্র মালো সহকারি শিক্ষক পুরুষ
দিপু চন্দ্র দে সহকারি শিক্ষক, ক্রীড়া শিক্ষক (ভারপ্রাপ্ত) পুরুষ
জাহাঙ্গীর আলম সহকারি শিক্ষক পুরুষ
সুজিত কুমার সুত্রধর সহকারি শিক্ষক পুরুষ
ফাহিম আবরার নির্ঝর সহকারি শিক্ষক পুরুষ
আব্দুর রহমান সহকারি শিক্ষক পুরুষ
দেওয়ান বাবুল হোসেন সহকারি শিক্ষক পুরুষ
লিপি আক্তার সহকারি শিক্ষক মহিলা
নোশিন তাবাসসুম সহকারি শিক্ষক মহিলা
শুক্লা মালো সহকাররি শিক্ষক মহিলা

কর্মচারী

সম্পাদনা
কর্মচারী তালিকা
নাম পদবি লিঙ্গ
মোঃ রাজু আহমেদ অফিস সহায়ক পুরুষ
তরিকুল ইসলাম রাসেল অফিস সহকারী, কাম কম অপারেটর পুরুষ
মোঃ সাকিব হাসান পরিচ্ছন্নতা কর্মী পুরুষ
মোঃ শাহিনুর রহমান নিরাপত্তা কর্মী পুরুষ
মোঃ শহিদুল্লাহ নৈশ প্রহরী পুরুষ
সেলিম মাহবুব কম্পিউটার ল্যাব অপারেটর পুরুষ
ইয়াসমিন সুলতানা ইনা আয়া মহিলা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৩ 
  2. "শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়"সহপাঠী। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪ 
  3. "৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় "শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়" এর দ্বিতীয় স্থান অর্জন"আজকের তরুণকন্ঠ। ৩০ জানুয়ারি ২০২৪। ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪ 
  4. "নিয়োগ বিজ্ঞপ্তি"দৈনিক ইত্তেফাক। ৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "ইসলামপুর নবদিগন্ত ও শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪ 
  6. "বিদ্যালয়ের অবকাঠামো"বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪ 
  7. "বিদ্যালয়ের মৌলিক তথ্য"বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪ 
  8. "বিশুদ্ধ পানি ও টয়লেট সংক্রান্ত তথ্য"বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪ 
  9. "সিঙ্গাইরে স্বাস্থ্য পরামর্শ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ"দৈনিক কালের কন্ঠ। ২৬ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪ 
  10. "সচেতনতা বাড়াতে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ"বার্তা২৪। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪