খসড়া:লিবার্টি স্কুল এন্ড কলেজ
Tanbiruzzaman (আলাপ) কর্তৃক ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে জমা প্রত্যাখ্যাত হয়েছে।
এই পাতার শীর্ষে থাকা "সম্পাদনা" ট্যাবে ক্লিক করে, এই পাতাটির উন্নতি করতে আপনাকে উৎসাহিত করা হচ্ছে। আপনার যদি সাহায্যের দরকার হয় বা কোন প্রশ্ন থাকে, তবে সাহায্যকেন্দ্রে জিজ্ঞাসা করুন। উৎস খুঁজুন: "লিবার্টি স্কুল এন্ড কলেজ" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র।
Tanbiruzzaman কর্তৃক ৪০ দিন আগে প্রত্যাখ্যাত। সর্বশেষ Tanbiruzzaman কর্তৃক ৪০ দিন আগে সম্পাদিত। পর্যালোচক: লেখককে জানান।
|
শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ মানসম্মত শিক্ষার - পূর্বশর্ত। লিবার্টি স্কুল এন্ড কলেজ স¤পূর্ণ ধূমপান এবং রাজনীতিমুক্ত নির্মল ও মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র । দেশপ্রেমিক, অসা¤প্রদায়িক, নৈতিক ও মানবতাবোধে উদ্বুদ্ধ, দক্ষ, যোগ্য এবং সচেতন
ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলাই এর লক্ষ্য।
শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ ৫ দিন পর্যন্ত সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি দিবসের পাঠদান, পরীক্ষা, ছুটি, সহপাঠ্যক্রমিক শিক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম পরিচালনা। দৈনিক লেশনপ্ল্যান ও
সেমিস্টার ভিত্তিক / অর্ধ- বার্ষিক/বার্ষিক পাঠ পরিকল্পনা করে পাঠদানের কার্য স¤পাদন।
খ্যাতনামা স্কুল-কলেজের সাবেক, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী:
সম্পাদনাএই প্রতিষ্ঠানে রয়েছেন ঢাকার খ্যাতনামা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ অব ডেভলাপমেন্ট অল্টারনেটিভ (কোডা), বিয়াম স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষকমণ্ডলী। প্রতিষ্ঠনের সকল শিক্ষকের রয়েছে নব প্রবর্তিত সৃজনশীল পরীক্ষা পদ্ধতি, মাল্টিমিডিয়া ক্লাশ পরিচালনা, মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভলাপমেন্ট, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, স্টুডেন্ট সাইকোলজিসহ পাঠদান বিষয়ে উন্নত প্রশিক্ষণ ও কর্ম-অভিজ্ঞতা। এছাড়াও শিক্ষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা।
বাসার পরিবর্তে শ্রেণিকক্ষে পাঠদান ও পাঠ আদায়ের গুরুত্ব:
সম্পাদনাবর্তমান শিক্ষাব্যবস্থার একটি ত্র“টিপূর্ণ দিক হলো শ্রেণিকক্ষে না পড়িয়ে শিক্ষার্থীদের বাসায় পড়ার কাজ চাপিয়ে দেওয়া। লিবার্টি স্কুল এন্ড কলেজে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীর পাঠ স¤পন্ন করার ওপর গুরুত্ব প্রদান করা হয়। ফলে শিক্ষার্থীকে কোচিং, প্রাইভেট টিউটরের ওপর নির্ভর করতে হয় না। পাঠের বিষয় শিক্ষার্থীর জন্য আনন্দদায়ক ও সহজ করতে শ্রেণিকক্ষে রয়েছে পাঠদানের নানা কলা-কৌশল। পাঠদান শেষে তাৎক্ষণিকভাবে তা ফিডব্যাক হিসেবে আদায়ের ব্যবস্থা। ফলে শিক্ষার্থীর পাঠ কার্যকরভাবে শ্রেণিকক্ষেই সুস¤পন্ন হয়ে থাকে।
প্রাইভেটের বিকল্প হিসেবে রেমিডিয়াল চাস ও অমনোযোগী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা :কম মেধাস¤পন্ন অথবা অমনোযোগী শিক্ষার্থীদের নিজ নিজ চাহিদা ও প্রয়োজন অনুযায়ী নিয়মিত ক্লাশের বাইরে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছে অতিরিক্ত রেমিডিয়াল ক্লাসের আয়োজন। এসব ক্লাসে ছোট ছোট গ্র“পে অথবা যার যার প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক শিক্ষকের তত্ত¡াবধানে বিশেষ কোচিং প্রদান করা হয়।
পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ তত্ত¡াবধান:
সম্পাদনাপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি), জেএসসি ও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফল (এ প্লাস) নিশ্চিত করতে নিয়মিত ক্লাসের বাইরে রয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় ¯েপশাল স্ট্যাডি প্রোগ্রাম (ঝঝচ)। এর সঙ্গে থাকছে পাঠ্যপুস্তকের পাশাপাশি বিশেষজ্ঞ শিক্ষকদের প্রস্তুতকৃত হ্যান্ড নোটস, লেকচার শিট, নোট শিট, মডেল প্রশ্ন ইত্যাদি অতিরিক্ত সহায়ক সামগ্রি। এসব শ্রেণিতে বিশেষ পরিকল্পনার আওতায় দ্রুত সময়ে কোর্স সমাপ্ত করে বারবার অনুশীলন ও মডেল টেস্টের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষার্থীদের প্রস্তুত রাখা হয়।
অনলাইন লাইব্রেরি ও ক¤িপউটার ল্যাব এবং সমৃদ্ধ বিজ্ঞানাগার:
সম্পাদনাপাঠ্যপুস্তকের বাইরে জ্ঞানের পরিধি বৃদ্ধি এবং পাঠ্যবিষয়ে অতিরিক্ত তথ্য ও জ্ঞান আহরণ করতে লিবার্টি স্কুল এন্ড কলেজের রয়েছে হাই¯িপড ওয়াইফাই সমৃদ্ধ সার্বক্ষণিক ইন্টারনেট সুবিধা। এ সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিমিষেই দেশ- বিদেশের
বিভিন্ন লাইব্রেরি, শিক্ষামূলক ওয়েব সাইট ও পোর্টালের সঙ্গে যুক্ত হতে পারে। এছাড়াও রয়েছে সকল শ্রেণির পাঠ্যপুস্তক, রেফারেন্স বুক, শিশু-কিশোর উপযোগী মৌলিক সাহিত্য, সাইন্স ফিকশনসহ বিভিন্ন পত্র-পত্রিকা ও জাতীয় দৈনিকসমৃদ্ধ সুসজ্জিত লাইব্রেরি। বিজ্ঞানের তত্ত¡ীয় শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ও পরীক্ষালব্ধ শিক্ষার জন্য রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান ল্যাব ।
স্টুডেন্টস কাউন্সিলিং, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল চেকআপ
সম্পাদনাছাত্র-ছাত্রীদের সুস্থ দেহ ও প্রশান্ত মানসিক অবস্থান নিশ্চিত করতে রয়েছে স্টুডেন্টস কাউন্সিলিং, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল চেকআপের ব্যবস্থা।
সুসজ্জিত ও আনন্দদায়ক শ্রেণিপরিবেশ:
সম্পাদনালিবার্টি স্কুল এন্ড কলেজের প্রতিটি শ্রেণিকক্ষ হোয়াইট বোর্ড, বুলেটিন বোর্ড, রঙ-বেরঙের শিক্ষামূলক পোস্টার, চিত্র, মানচিত্র, মডেল, ভৌগোলিক ও গাণিতিক সূত্রের চার্টসহ বিভিন্ন আকর্ষণীয় শিক্ষাসহায়ক উপকরণ দ্বারা সুসজ্জিত। এ ধরণের শ্রেণিপরিবেশ পাঠের বিষয়কে আনন্দময় করে শিক্ষার্থীকে পাঠের প্রতি মনোযোগী করে তুলে।
অধ্যক্ষ পরিচিতি:
সম্পাদনাআশরাফুল আযম খান। সাবেক উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ।
শিক্ষাগত যোগ্যতা: বি.এ (সম্মান), এম.এ (বাংলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।
International Diploma on Teaching and Training (IDIT). City and Guilds, UK.
অভিজ্ঞতা: প্রভাষক, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা; সিনিয়র প্রভাষক, কলেজ
অব ডেভলাপমেন্ট অল্টারনেটিভ (কোডা)। বিভাগীয় প্রধান, ইউনিট ভাইস প্রিন্সিপাল-
কোডা, পরীক্ষক- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা । প্রশিক্ষক: শিক্ষা ও
প্রশিক্ষণ। লেখক ও কলামিস্ট।
ক¤িপউটারাইজড পদ্ধতিতে প্রজেক্টর ও মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষাদান:
সম্পাদনাআধুনিক শিক্ষাব্যবস্থার একটি উলেখযোগ্য দিক হলো মাল্টিমিডিয়ার ক্লাশ রুম। উন্নত বিশ্বে পাঠের বিষয়কে শিক্ষার্থীর নিকট উপভোগ্য, আনন্দদায়ক, সহজ ও স্মরণযোগ্য করার জন্য মাল্টিমিডিয়ার সহায়তায় বিভিন্ন ¯¬াইড, ছবি, এনিমেশন, শব্দের মাধ্যমে
তুলে ধরা হচ্ছে। লিবার্টি স্কুল এন্ড কলেজের শ্রেণিকক্ষে রয়েছে ক¤িপউটার, প্রজেক্টর, সাউন্ডসিস্টেমসমৃদ্ধ মাল্টিমিডিয়ার সুযোগ। কেবল লেকচার পদ্ধতি নয়; এখানে প্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষকগণ শিক্ষার্থীর জটিলতর পাঠের
বিষয়কে অতি সহজ করে তুলে ধরেন। এই কার্যকর পদ্ধতি প্রয়োগের ফলে পাঠের বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায় এবং এ সংক্রান্ত ভয় দূর হয়।
সিসি ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং, অগ্নিনির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থা:
এখানে সিসি ক্যামেরার মাধ্যমে রয়েছে শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তামূলক পর্যবেক্ষণ ও অগ্নিনির্বাপনের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে মূল প্রবেশ পথে রয়েছে সার্বক্ষণিক গার্ডের টহলদারি।
অভিভাবকের পরিচিতি পত্র প্রদর্শনপূর্বক ছুটির পরে শিক্ষার্থীকে অভিভাবকের নিকটে হস্তান্তরের বিষয়ে বিশেষ সতর্কতা।
অফিস অথবা ওয়েবসাইট হতে সংগৃহীত নির্ধারিত ফরমে ভর্তির জন্য। আবেদন করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে ছাত্র/ছাত্রীর ২ কপি এবং বাবা ও মা/অভিভাবক- এর ১ কপি করে পাসপোর্ট সাইজ ছবি এবং ছাত্র/ছাত্রীর জন্ম সনদ সংযুক্ত করতে হবে।
প্লে, নার্সারি ও কেঞ্জি ব্যতীত অন্য শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণীর পাশের সনদ বা নম্বরপত্র সংযুক্ত করতে হবে।
প্রতিষ্ঠানের অফিসে আবেদন ফরম ও যাবতীয় তথ্য প্রতিদিন (শুক্রবারসহ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে।
* গরীব-মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপসহ বিশেষ ছাড়।
আপনারা জানেন যে, শিক্ষা ও মনুষ্যত্ব একটি অপরটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আধুনিক, উন্নততর, মানস¤পন্ন শিক্ষা ছাড়া মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশ প্রত্যাশা করা যায় না। বর্তমান সমাজে মানবিকতা ও মনুষ্যত্বের গভীর অভাব অনুভ‚ত হচ্ছে প্রতিনিয়ত। আর এ অভাব দূর করার একমাত্র উপায় মূল্যবোধস¤পন্ন প্রকৃত শিক্ষা। আমরা জনকল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান লিবার্টি ফাউন্ডেশন-এর উদ্যোগে মানবিক শিক্ষার অঙ্গীকার নিয়ে ঢাকার বনশ্রী এলাকায় প্রতিষ্ঠা করেছি লিবার্টি স্কুল এন্ড কলেজ। আপনার সন্তানের শ্রেষ্ঠ শিক্ষা নিশ্চিত করতে আমাদের অত্র প্রতিষ্ঠানের দরজা অবারিত রইল ।
আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যত প্রত্যাশা করছি।
তথ্যসূত্র
সম্পাদনা