ট্রলিবাস এমন বাস যা উপরে অবস্থিত তারের মাধ্যমে প্রাপ্ত বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়।

এর উপরে অবস্থিত তারের সাথে বিশেষ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ বাসের ড্রাইভট্রেনে পৌঁছায়।[] এইসব বাস জ্বালানি পোড়ায় না বলে পরিবেশবান্ধব। ট্র্যাক লাগে না বলে সহজে পরিবহনব্যবস্থায় যোগ করা যায়। তবে পথের ৩/৪ অংশে বৈদ্যুতিক তারের প্রয়োজন হয়। কিছু কিছু ট্রলিবাস হাইব্রিড বা জ্বালানি-বিদ্যুৎ চালিত।

ট্রলিবাস উৎপাদন ও ক্রয়ে সাধারণ বাসের চেয়ে খরচ বেশি হওয়ায় এর জনপ্রিয়তা কমেছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"web.archive.org। Archived from the original on ২০১৪-০২-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২২