খন্দকার আব্দুল জলিল (সিলেটের রাজনীতিবিদ)

খন্দকার আব্দুল জলিল বাঙালি রাজনীতিবিদ যিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) ছিলেন।[][]

খন্দকার আব্দুল জলিল
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৯৬৭ – ১৯৬৯
পূর্বসূরীসাইফুল আলম
ব্যক্তিগত বিবরণ
জন্মআহমদপুর, তেতলী, সিলেট জেলা, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
সম্পর্কখন্দকার আব্দুল মালিক (ভাই)

খন্দকার আব্দুল জলিল সিলেট জেলার সদর উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পাকিস্তানের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে সাইফুল আলম এমপিএ নির্বাচিত হয়ে হত্যা মামলায় সাজা প্রাপ্ত হলে শুন্য আসনে উপনির্বাচনে তিনি ১৯৬৭ সালে এমপিএ নির্বাচিত হন।[][]

তার ভাই খন্দকার আব্দুল মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Zaman, Habibuz। Seventy Years in a Shaky Subcontinent (ইংরেজি ভাষায়)। Janus Publishing Company Lim। পৃষ্ঠা 282। আইএসবিএন 9781857564051। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬ 
  2. Assembly, Pakistan Constituent (১৯৫১)। Debates: Official report (ইংরেজি ভাষায়)। Manager, Government of Pakistan Press। পৃষ্ঠা 472। 
  3. "এহসানুল হক জসীম"সিলেটরিপোর্ট.কম। ২৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২