ক্ষিতীশ চন্দ্র মন্ডল

বাংলাদেশী রাজনীতিবিদ
(ক্ষিতীশ চন্দ্র মণ্ডল থেকে পুনর্নির্দেশিত)

ডা. ক্ষিতীশ চন্দ্র মন্ডল (১৩ অক্টোবর ১৯৩৯-৯ মার্চ ২০২০) বাংলাদেশের পিরোজপুর জেলার রাজনীতিবিদ, চিকিৎসক, সাবেক সংসদ সদস্যবঙ্গবন্ধু সরকারের, মোশতাক সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।[][]

ডাক্তার
ক্ষিতীশ চন্দ্র মন্ডল
প্রতিমন্ত্রী- কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৬ মার্চ ১৯৭৩ – ২৪ জানুয়ারি ১৯৭৫
বিলুপ্ত বাকেরগঞ্জ-১৫ আসনের সাংসদ
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ২৪ জানুয়ারি ১৯৭৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৩ অক্টোবর ১৯৩৯
পিরোজপুর, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৯ মার্চ ২০২০
পিরোজপুর
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীমনিকা মন্ডল
সন্তানদুই ছেলে ও এক মেয়ে

জন্ম ও পারিবারিক জীবন

সম্পাদনা

ক্ষিতীশ চন্দ্র মন্ডল ১৩ অক্টোবর ১৯৩৯ সালে পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নে বাবলা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম সারদা প্রসন্ন মন্ডল। তার স্ত্রী মনিকা মন্ডল বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সভানেত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে।[]

ক্ষিতিশ চন্দ্র মন্ডল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ১৯৭০ সালে পিরোজপুর মহকুমার নাজিরপুর-বানারীপাড়া এলাকা থেকে সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রথমে পিরোজপুর মহকুমা সংগ্রাম পরিষদের সদস্য হয়ে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।[] পরে ভারতে শরণার্থী ক্যাম্পে চিকিৎসাক হিসেবে নিয়োজিত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি গণপরিষদের সদস্য ছিলেন। তিনি ১৯৭২ সালে পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৯৯৩-১৯৯৪ পর্যন্ত পিরোজপুর জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

১৯৭৩ সালের বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে (বিলুপ্ত আসন বাকেরগঞ্জ-১৫) পিরোজপুর মহকুমার নাজিরপুর-বানারীপাড়া (একাংশ) এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ মুজিবুর রহমানের তৃতীয় মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রী হিসেবে প্রথমে কৃষি মন্ত্রণালয়ের এবং পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।[]

তিনি ১৫ আগস্ট ১৯৭৫ সালের পরে মোশতাক আহমেদের মন্ত্রিসভারও সদস্য ছিলেন। তিনি জিয়াউর রহমানের শাসনামলে আলজেরিয়ায় প্রবাসী হয়ে ১৯৮৪ সালে বাংলাদেশে ফিরে আসেন। ১৯৯৬ সাল থেকে রাজনীতি থেকে দূরে থেকে ডাক্তারি পেশায় যুক্ত ছিলেন।[]

মৃত্যু

সম্পাদনা

ক্ষিতীশ চন্দ্র মন্ডল ৯ মার্চ ২০২০ সালে পিরোজপুর শহরের শিকারপুরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পিরোজপুর জেলার প্রখ্যাত ব্যক্তিবর্গ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ মার্চ ২০২০। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০ 
  2. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "বঙ্গবন্ধুর মন্ত্রী সভার প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যু"দৈনিক সমকাল। ৯ মার্চ ২০২০। ২০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ১৩ ঘণ্টার মধ্যে পিরোজপুরে অস্ত্রাগার দখল"কালের কণ্ঠ। ২৬ মার্চ ২০১৬। ১৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০ 
  5. "সাবেক প্রতিমন্ত্রী ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মৃত্যু | সারাদেশ"দৈনিক ইত্তেফাক। ২৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০ 
  6. "সাবেক প্রতিমন্ত্রী ক্ষিতিশ চন্দ্র মণ্ডল আর নেই | banglatribune.com"Bangla Tribune। ২০২০-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৫