ক্ষতিপূরণ
মালেক আফসারী পরিচালিত ১৯৮৯-এর চলচ্চিত্র
(ক্ষতিপূরণ (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
ক্ষতিপূরণ মালেক আফসারী পরিচালিত ১৯৯১ সালের বাংলাদেশী পারিবারিক-নাট্যধর্মী চলচ্চিত্র। রোজী আফসারী ও খোশনূর আলমগীরের প্রযোজনায় রোজী ফিল্মসের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন আহাদ খান এবং চিত্রনাট্য লিখেছেন মালেক আফসারী। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আলমগীর, রোজিনা, আহমেদ শরীফ ও দিলারা। এটি মালয়ালম ভাষার পুবিনু পুতিয়া পুনতেন্নাল (১৯৮৬) চলচ্চিত্রের পুনর্নির্মাণ।
ক্ষতিপূরণ | |
---|---|
পরিচালক | মালেক আফসারী |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | মালেক আফসারী |
কাহিনিকার | আহাদ খান |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আবু তাহের |
চিত্রগ্রাহক | কাজী বশির |
সম্পাদক | আনোয়ার হোসেন মন্টু |
প্রযোজনা কোম্পানি | রোজী ফিল্মস |
পরিবেশক | রোজী ফিল্মস |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৮৯ সালের ১৬ই জুন বাংলাদেশে মুক্তি পায়।[১] এটি ১৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[২]
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- আলমগীর - আলম
- রোজিনা - রেনু
- আহমেদ শরীফ - শরীফ
- দিলারা - কবিতার মা
- জনি - কবিতার বাবা
- খলিল - ওসি আহাদ খান
- শওকত আকবর - শওকত খান
- রোজী আফসারী - কবিতার খালা
- ড্যানি সিডাক - ড্যানি
- দিলদার - কামার
- ডলি বড়ুয়া - বানু
- বেবি বিন্তু - কবিতা
- বুলেট
- লাভলি
- মোসলেম
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সুরারোপ করেছেন আবু তাহের এবং গীত লিখেছেন খোশনূর আলমগীর। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।
পুরস্কার
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | আলমগীর | বিজয়ী | [৩] |
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | এন্ড্রু কিশোর | |||
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | মফিজুল হক |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৬০৭। আইএসবিএন 984-70194-0045-9।
- ↑ রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা ১৯৭৫-২০১২" (পিডিএফ)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ঢাকা: তথ্য মন্ত্রণালয় (বাংলাদেশ)। পৃষ্ঠা ১–২৩। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্ষতিপূরণ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে ক্ষতিপূরণ