ক্রিস গার্ডনার
ক্রিস্টোফার পল ক্রিস গার্ডনার (ইংরেজিতে: Christopher Paul "Chris" Gardner]] (জন্ম ফেব্রুয়ারি ৯, ১৯৫৪) একজন মার্কিন উদ্যোক্তা, বিনিয়োগকারী, স্টকব্রোকার, উদ্বুদ্ধকারী বক্তা, লেখক এবং জনহিতৈষী। তিনি ১৯৮০-এর দশকে গৃহহীনতার সম্মুখীন হন এবং এই অবস্থায় তার সন্তান ক্রিস্টোফার জুনিয়রকে লালন করেন।[১] ক্রিস গার্ডনার লিখিত স্মৃতিচারণমূলক গ্রন্থ পার্স্যুট অফ হ্যাপিনেস ২০০৬ এর মে মাসে প্রকাশিত হয়।[২] ২০১২ সাল নাগাদ, তিনি তার প্রতিষ্ঠিত স্টকব্রোকারেজ ফার্ম গার্ডনার রিচ এন্ড কোম্পানি-এর প্রধান নির্বাহী। এই ফার্মটি শিকাগোভিত্তিক। তিনি মূলত শিকাগোতে বাস করেন। এছাড়া তিনি টরন্টোতেও মাঝেমধ্যে থাকেন। গার্ডনার এই একাগ্রতা ও সাফল্যের জন্য তার মায়ের অবদান ও অনুপ্রেরণাকে স্বীকৃতি দেন।[২][৩][৪] এছাড়া তার উপর তার সন্তানদের যে উচ্চাকাঙ্খাও তার সাফল্যের অন্যতম কারণ।[১] গৃহহীন অবস্থায় গার্ডনারের সংগ্রাম ও স্বীয় প্রচেষ্টায় নিজেকে একজন স্টকব্রোকারে প্রতিষ্ঠা করা এবং একই সাথে বাবার দায়িত্ব পালন করা নিয়ে ২০০৬ সালে দ্য পার্স্যুট অফ হ্যাপিনেস চলচ্চিত্রটি প্রকাশিত হয়। এটির নির্দেশনায় ছিলেন গ্যাব্রিয়েল মুসিনো।[৪][৫]
ক্রিস গার্ডনার | |
---|---|
জন্ম | |
পেশা | প্রতিষ্ঠা ও প্রধান নির্বাহী, [গার্ডনার রিচ এন্ড কো |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Gandossy, Taylor (জানুয়ারি ১৬, ১২২২)। "From sleeping on the streets to Wall Street"। CNN। জানুয়ারি ১, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৪।
- ↑ ক খ Gardner, Chris (২০০৬)। The Pursuit of Happyness। Amistad। আইএসবিএন 978-0-06-074487-8।
- ↑ Oprah Winfrey (২০০৬-১২-১৪)। The Oprah Winfrey Show (TV Show)। Chicago, Il।
- ↑ ক খ "Christopher Gardner: The Official Site"। ২০১২-০৩-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৪।
- ↑ "The Pursuit of Happyness"। Sony। ডিসেম্বর ২০০৬। ২০১০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৪।