ক্রিস্টোফার লোথার (রাজনীতিবিদ)
ব্রিটিশ রাজনীতিবিদ
মেজর মাননীয়. ক্রিস্টোফার উইলিয়াম লোথার (১৮ জানুয়ারী ১৮৮৭ - ৭ জানুয়ারী ১৯৩৫) ছিলেন একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ, জেমস লোথারের বড় ছেলে, ১ম ভিসকাউন্ট উলসওয়াটার।
জীবনী
সম্পাদনালোথার কেমব্রিজের ইটন কলেজ এবং ট্রিনিটি কলেজে শিক্ষিত হন। তিনি ১৯০৯ সালে ডিউক অফ ইয়র্কস ওন লয়াল সাফোক হুসারসে কমিশন লাভ করেন। পরে তিনি প্রথম বিশ্বযুদ্ধে ওয়েস্টমোরল্যান্ড এবং কাম্বারল্যান্ড স্থানান্তরিত হন। তিনি ১৯১৭ থেকে ১৯১৯ সাল পর্যন্ত একজন সহকারী প্রভোস্ট মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন এবং মেজর পদে পৌঁছান।
১৯২১ সালের জানুয়ারিতে লোথার হোরাটিও বটমলির নেতৃত্বে স্বাধীন সংসদীয় গ্রুপে দলত্যাগ করেন।[১]