ক্রিস্টি ব্রিংকলি

ক্রিস্টি ব্রিংকলি (ইংরেজি: Christie Brinkley) (জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৫৪) একজন মার্কিন মডেল। তিনি মূলত পরিচিত স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমস্যুট ইস্যু-এর হয়ে ১৯৭০ ও ১৯৮০-এর দশকে মডেলিং করার জন্য। এছাড়াও কাভারগার্ল-এর হয়ে অনেক দিনের মডেলিং করা ও সঙ্গীতশিল্পী বিলি জোয়েলের প্রাক্তন স্ত্রী হিসেবেও তিনি পরিচিত।

ক্রিস্টি ব্রিংকলি
২০০৭ সালের ২৫ এপ্রিল, ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে ব্রিংকলি
জন্ম
ক্রিস্টিন লি হাডসন
পেশামডেল, ডিজাইনার, অ্যাক্টিভিস্ট
কর্মজীবন১৯৭৩ – বর্তমান
দাম্পত্য সঙ্গীজ্যঁ-ফ্রসঁ অ্যাল
(১৯৭৩ – ১৯৮১)
বিলি জোয়েল
(১৯৮৫ - ১৯৯৪)
রিচার্ড টোবম্যান
(১৯৯৪ - ১৯৯৫)
পিটার কুক
(১৯৯৬ - ২০০৮)
মডেলিং তথ্য
উচ্চতা৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
চুলের রঙব্লন্ড
চোখের রঙনীল

মডেলিংয়ের পাশাপাশি ব্রিংকলি একজন অভিনেত্রী, ইলাস্ট্রেটর, আলোকচিত্রী, লেখক, ও অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করেছেন। তিনি প্রাকৃতিক পরিবেশ, মানুষ ও প্রাণীরক্ষা আন্দোলনের সাথে বিশেষভাবে যুক্ত।[][]

প্রাথমিক জীবন

সম্পাদনা

ক্রিস্টি ব্রিংকলির জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানের মনেরো শহরে।[] তার মায়ের নাম মার্জোরি হাডসন ও বাবার নাম হার্বার্ট হাডসন। মা-বাবার মধ্যে বিচ্ছেদের পর ব্রিংকলির মা ক্যালিফোর্নিয়া চলে যান, এবং সেখানে তিনি বিয়ে করেন টেলিভিশন অভিনেতা ডন ব্রিংকলিকে। ক্রিস্টি তার সৎ বাবার নামের শেষাংশই তার সাথে ব্যবহার করেন। ব্রিংকলি পড়াশোনা করেছেন ক্যালিফোর্নিয়ার প্যালিসেডে অবস্থিত প্যালিসেড হাই স্কুলে। সেখান থেকে ১৯৭২ সালে তিনি তার স্নাতক সম্পন্ন করেন। এই সময়গুলোতে তার পরিবার লস অ্যাঞ্জেলসের ব্রেন্টউডে। ব্রিংকলি লিসি ফ্রসঁ দা ল অ্যাঞ্জেলসেও পড়াশোনা করেছেন এবং ১৯৭৩ সালে সেখান থেকেই তিনি শিল্পকলা বিষয়ে পড়াশোনার জন্য প্যারিসে চলে যান।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Christie Brinkley official web site" 
  2. "Christie Brinkley biography in William Morris agency)" (PDF) 
  3. "Christie Brinkley biography"New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-০২ 
  4. "How Christie Brinkley Kept Her Megawatt Smile Over the Past Year"New York Magazine। ২০০৮-০৯-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-০৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা