ক্রিমিয়ান লিফলেট
ক্রিমিয়ান লিফলেট (রুশ: Крымский листок) — জনজীবনের সংবাদপত্র; ১৮৭৮-১৮৭৯ সালে সিম্ফেরোপলে প্রকাশিত সাহিত্য ও রাজনৈতিক সংবাদপত্র। [১] পত্রিকাটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো। ১৮৭৯ সালের এপ্রিলে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। সংবাদপত্রের উপস্থিতির কারণ ছিল ১৮৭৭-১৮৭৮ সালের রুশ-তুর্কি যুদ্ধ, যা সমাজে তথ্যের প্রয়োজনীয়তা বৃদ্ধির কারণ হয়েছিল, যা বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত প্রকাশের প্রবণতা সৃষ্টি করেছিল। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Крымский Листок - это... Что такое Крымский Листок?"। Словари и энциклопедии на Академике (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৩।
- ↑ "Пресса Крыма сто лет назад"। cyberleninka.ru। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১৩।