ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল
সংস্থা
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা বাংলা ক্রিকেট সংস্থা হল পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। রাজ্যে ক্রিকেটের উন্নতির জন্য এই সংস্থা বহু প্রতিযোগিতা আয়োজন করে থাকে। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এই সংস্থার প্রেসিডেন্ট ছিলেন। পরে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হবার পর থেকে অভিষেক ডালমিয়া প্রেসিডেন্ট হন।
সংক্ষেপে | সিএবি (CAB) |
---|---|
গঠিত | ১৯২৮[১] |
ধরন | ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা |
সদরদপ্তর | ড. বিধানচন্দ্র রায় ক্লাব হাউস, ফোর্ট উইলিয়াম, ইডেন গার্ডেন্স, কলকাতা - ৭০০০২১ |
সদস্যপদ | বিসিসিআই |
অভিষেক ডালমিয়া[২][৩] | |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
প্রতিযোগিতাসমূহ
সম্পাদনা- সিএবি একদিনের ক্রিকেট লিগ
- সিএবি দুইদিনের ক্রিকেট লিগ
- সিএবি প্রথম ডিভিশন
- সিএবি সুপার লিগ
- সিএবি সিনিয়র নক-আউট
- প্রবীর সেন ট্রফি
- এ. এন. ঘোষ মেমোরিয়াল ট্রফি
- জে. সি. মুখার্জী ট্রফি
- সিএবি অনূর্ধ্ব ১৩
- সিএবি অনূর্ধ্ব ১৫
- সিএবি অনূর্ধ্ব ১৮
পশ্চিমবঙ্গ রাজ্য টি২০ ক্রিকেট ফেডারেশন
সম্পাদনা১৮টি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই সংস্থার অন্তর্ভুক্ত। এছাড়া ১৭৪টি ক্লাবও এর সাথে জড়িত।
- কলকাতা জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- বাঁকুড়া জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- বীরভূম জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- বর্ধমান জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- কোচবিহার জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- দার্জিলিং জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- হুগলি জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- হাওড়া জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- জলপাইগুড়ি জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- মালদহ জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- মেদিনীপুর জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- মুর্শিদাবাদ জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- নদিয়া জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- পুরুলিয়া জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- উত্তর ২৪ পরগনা জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- দক্ষিণ ২৪ পরগনা জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- উত্তর দিনাজপুর জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
- দক্ষিণ দিনাজপুর জেলা টুয়েন্টি২০ ক্রিকেট অ্যাসোসিয়েশন
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Early History of Bengal Cricket leading to the formation of the Cricket Association of Bengal in 1928. The Cricket Association Of Bengal
- ↑ Late Jagmohan Dalmiya’s son Avishek becomes youngest CAB President at 38 PTI
- ↑ CAB Office Bearers. The Cricket Association Of Bengal