ক্যাবিনেট মিশন ১৯৪৬
ব্রিটেন থেকে ভারতে প্রেরিত ক্যাবিনেট মিশন ১৯৪৬ ছিলো আলোচনা ও পরিকল্পনার দ্বারা স্বাধীনতা প্রদানের মাধ্যমে ভারতীয় নেতৃত্বের নিকট ব্রিটিশ সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের একটি পদক্ষেপ। যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এট্লি-এর উদ্যোগে প্রণীত এই কমিটি ছিলো তিন সদস্য বিশিষ্ট, যাতে অন্তর্ভুক্ত ছিলেন, বৃটেনের ভারত বিষয়ক সেক্রেটারী অব স্টেট লর্ড পিটিক-লোরেন্স, ব্রিটিশ বোর্ড অব ট্রেডের সভাপতি স্যার স্ট্যাফর্ড ক্রিপ্স্, এবং এবং রাজকীয় নৌ-সেনাবিভাগের প্রথম অধিনায়ক এ. ভি. আলেকজান্ডার। তবে এতে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড ওয়েভল অংশগ্রহণ করেননি। সুতরাং বলা যায় যে ক্যাবিনেট মিশন নিয়ে বহু আলোচিত হয়েছে।
উদ্দেশ্য এবং প্রস্তাবণাসমূহ
সম্পাদনাএই মিশনের মূল উদ্দেশ্যসমূহ ছিলো:
- সংবিধানিক কাঠামোবদ্ধ পদ্ধতির মধ্যে সমাঝোতায় উপনীত হওয়ার জন্য ব্রিটিশ ভারতের এবং ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচিত প্রতিনিধিদের সাথে প্রস্তুতিমূলক আলোচনা চালানো,
- একটি সংবিধানিক সংস্থা গঠন,
- ভারতের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধির সমন্বয়ে একটি কার্যনির্বাহী পরিষদ গঠন।
১৬ মে গৃহীত পরিকল্পনা
সম্পাদনা16 ই মে মন্ত্রী মিশন নিজস্ব পরিকল্পনা ঘোষণা করেন। মন্ত্রী মিশনের পরিকল্পনায় বলা হয় যে, (1) ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলি কে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে। (2) প্রদেশ গুলিতে পূর্ণ স্বায়ত্তশাসন প্রবর্তিত হবে এবং কেন্দ্রের হাতে কেবলমাত্র পররাষ্ট্র দেশরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা থাকবে . (3) হিন্দু-প্রধান দেশ গুলিকে ‘ক’, মুসলিম প্রধান দেশ গুলিকে ‘খ’ এবং বাংলা ও আসাম কে ‘গ ’ শ্রেণীতে বিভক্ত করা হবে। (৪) প্রদেশগুলি নিজেদের শাসনতন্ত্র নিজেরাই রচনা করবে এবং ইচ্ছা করলে একই স্বার্থবিশিষ্ট প্রদেশে গুলি (যথা-ক, খ, গ) জোট বাঁধতে পারবে।(5) প্রত্যেক শ্রেণী (যথা ক, খ, গ)ও দেশীয় রাজ্যগুলির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সভা বা গণপরিষদ গঠিত হবে এবং এই গণপরিষদে ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্র রচনার করবে।(6) শাসনতন্ত্র রচিত না হওয়া পর্যন্ত ভারতের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে।
১৬ জুন গৃহীত পরিকল্পনা
সম্পাদনাপ্রতিক্রিয়া এবং গ্রহণ
সম্পাদনাসরকার গঠন
সম্পাদনাএকীভূতী এবং ভাঙ্গন
সম্পাদনাউৎস
সম্পাদনা- Nicholas Mansergh, The Transfer of Power 1942-7 [12 volumes]
- H. M. Seervai, Partition of India: Legend and Reality [ed. 2005]
- Rajmohan Gandhi, Patel: A Life
- Robin James Moore, Escape from Empire
- Philip Zeigler, Mountbatten
- Stanley Wolpert, Jinnah
- Ayesha Jalal, The Sole Spokesman
- V. P. Menon, Transfer of no Power
- Ten years to freedom by Kanji Dwarkadas (1968)
- Jinnah: India- Partition- Independence by Jaswant Singh 2009
টীকা
সম্পাদনা3. India's Constitutional Question - The Cabinet Mission Plan 1946