ক্যাফ সভাপতি
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল বা আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ বা সিএএফ) হল আফ্রিকা মহাদেশে ফুটবল পরিচালনাকারী সংস্থা। সভাপতি সংস্থার নির্বাহী প্রধান। এ যাবত ৭জন ব্যক্তি এ দায়িত্ব পালন করেছেন।
ক্যাফ বা সিএএফের সভাপতি | |
---|---|
মেয়াদকাল | চার বছর |
সর্বপ্রথম | আব্দেল আজিজ আবদাল্লাহ সালেম |
গঠন | ১০ ফেব্রুয়ারি ১৯৫৭ |
সভাপতিদের তালিকা
সম্পাদনাক্রম | নাম | শুরুর তারিখ | শেষের তারিখ | মেয়াদ | জাতীয়তা |
---|---|---|---|---|---|
১ | আব্দেল আজিজ আব্দাল্লাহ সালেম | ১৯৫৭ | ১৯৫৮ | ০–১ | মিশর |
২ | আব্দেল আজিজ মোস্তফা | ১৯৫৮ | ১৯৬৮† | ৯–১০ | মিশর |
৩ | আব্দেল হালিম মুহাম্মদ | ১৯৬৮ | ১৯৭২† | ৩–৪ | সুদান |
৪ | ইদনেকাতচীউ তেমেসা | ১৯৭২ | ১৮ আগস্ট ১৯৮৭† | ১৫ বছর, ২২৯ দিন | ইথিওপিয়া |
৫ | আব্দেল হালিম মুহাম্মদ | ১৮ আগস্ট ১৯৮৮ | ১০ মার্চ ১৯৮৮‡ | ২০৫ দিন | সুদান |
৬ | ইশা হায়াতু | ১০ মার্চ ১৯৮৮ | ১৬ মার্চ ২০১৭ | ২৯ বছর, ৬ দিন | ক্যামেরুন |
৭ | আহমাদ আহমাদ | ১৬ মার্চ ২০১৭ | বর্তমান | ৭ বছর, ২৮৫ দিন | মাদাগাস্কার |
† মেয়াদ শেষের পরও সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন।
‡ তিসেমা ১৯৮৭ সালের ১৮ আগস্ট থেকে দায়িত্বের অন্তর্বর্তীকালীন সময়ে অসুস্থতাজনিত কারণে আদ্দিস আবাবায় মৃত্যু বরণ করলে ১৯৮৮ সালের ১০ মার্চ ক্যাসাব্ল্যাঙ্কায় সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং ইশা হায়াতু ক্যাফের সভাপতি নির্বাচিত হন।