ক্যাথরিনা থালব্যাখ
জার্মান অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক
ক্যাথরিনা থালব্যাখ (জন্ম জানুয়ারি ১৯, ১৯৫৪) একজন জার্মান অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালক।
ক্যাথরিনা থালব্যাখ | |
---|---|
Katharina Thalbach | |
জন্ম | ক্যাথরিনা থালব্যাখ জানুয়ারি ১৯, ১৯৫৪ বার্লিন, জার্মানি |
জাতীয়তা | জার্মান |
নাগরিকত্ব | জার্মানি |
পেশা |
|
আদি নিবাস | বার্লিন |
দাম্পত্য সঙ্গী | থমাস ব্রাসখ |
সন্তান | |
পিতা-মাতা |
|
আত্মীয় |
|
পুরস্কার | নিচে দেখুন |
জীবনী এবং কাজ
সম্পাদনাক্যাথরিনা জার্মানির রাজধানী বার্লিন শহরে ১৯৫৪ নালে জন্ম নেন। তিনি একটি সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা বেনো বিসন ছিলেন পরিচালক এবং মা সাবিনে থালব্যাখ ছিলেন অভিনেত্রী। তার মৃত স্বামী থমাস ব্রাসখ ছিলেন একজন লেখক। তার কন্যা আনা (জন্ম ১৯৭৩) এবং নাতনী নেলী (জন্ম ১৯৯৫) দুজনই অভিনেত্রী। তার সৎ-ভাই পিয়েরে বেসন এবং তার সৎ-মা উরসুলা কারুসেটি একইসাথে অভিনয়ে যুক্ত ছিলেন।
পুরস্কার
সম্পাদনা২০০৬ বাভারিন চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ অভিনেত্রী।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ক্যাথরিনা থালব্যাখ সংক্রান্ত মিডিয়া রয়েছে।