কোলো তুরে

আইভোরীয় ফুটবলার

কোলো হাবিব টোরে একজন পেশাদার আইভরিয় ফুটবলার, যিনি বর্তমানে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে ম্যানচেস্টার সিটি এবং আইভরি কোস্টের হয়ে খেলছেন।

কোলো তুরে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কোলো হাবিব টোরে[]
জন্ম (1981-03-19) ১৯ মার্চ ১৯৮১ (বয়স ৪৩)
জন্ম স্থান বুয়াক, আইভরি কোস্ট
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান রক্ষনভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার সিটি
জার্সি নম্বর ২৮
যুব পর্যায়
১৯৯৪–২০০২ এএসইসি মিমোসাস
২০০২ আর্সেনাল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০২–২০০৯ আর্সেনাল ২২৫ (৯)
২০০৯– ম্যানচেস্টার সিটি ৭৯ (২)
জাতীয় দল
২০০০– আইভরি কোস্ট ১০৩ (৬)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৬ আগস্ট ২০১২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪ জানুয়ারি ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "List of Players" (PDF)। Confederation of African Football (CAF)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৩ 
  2. "Player Profile: Kolo Touré"। Premier League। ৮ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৩