কোরিয়া মুসলিম ফেডারেশন

কোরিয়া মুসলিম ফেডারেশন ( কেএমএফ ) দক্ষিণ কোরিয়ায় ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত একটি মুসলিম সংগঠন। কেএমএফ কোরিয়ান মুসলিম ছাত্র সমিতি এবং কোরিয়া ইনস্টিটিউট ফর ইসলামিক কালচারের তত্ত্বাবধান করে। ফেডারেশনটি কোরআন শিক্ষার জন্য একটি মাদ্রাসাকে সহায়তাও দেয়।

কোরিয়া মুসলিম ফেডারেশন
সংক্ষেপেKMF
অবস্থান
ওয়েবসাইটwww.koreaislam.org

ইতিহাস

সম্পাদনা

সংগঠনটি ১৯৬৬ সালে গঠিত হয়েছিল এবং ১৯৬৭ সালে কোরিয়ার সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আইনগত সত্তা হিসাবে নিবন্ধিত হয়েছিল। []

কার্যক্রম এবং ক্রিয়াকলাপ

সম্পাদনা

এই সংস্থার মূল লক্ষ্য হল কোরিয়ান মুসলমানদের ধর্মীয় ও সম্প্রদায় বিষয়গুলির ব্যবস্থাপনা করা এবং দাতব্য সংস্থা ও মিশনারি কাজে নিযুক্ত থাকা। [] সংস্থাটি বড় শহরগুলিতে মিশনারি সেন্টার স্থাপন, বিদ্যমান মসজিদ উন্নয়ন এবং ইমামদের প্রশিক্ষণের বিষয়ে কাজ করে। [] কোরিয়ান মুসলমানদের জন্য ইসলাম, স্থানীয় বিষয়াদি এবং অন্যান্য প্রাসঙ্গিক উপকরণ সম্পর্কিত তথ্যও এখানে পাওয়া যায়।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Azad, Shirzad (২০১৫)। Koreans in the Persian Gulf: Policies and International Relations। Routledge। পৃষ্ঠা 49। আইএসবিএন 978-1-317-55212-3 
  2. 한국국제교류재단 (২০১১)। Newsletter। Korea Foundation। পৃষ্ঠা 11। 
  3. Hyde, Georgie D. M. (১৯৮৮)। South Korea: Education, Culture and Economy। Springer। পৃষ্ঠা 20। আইএসবিএন 978-1-349-10039-2 

 

বহিঃসংযোগ

সম্পাদনা