কোটলী জেলা
(কোতলি জেলা থেকে পুনর্নির্দেশিত)
কোটলী জেলা পাকিস্তান শাসিত আজাদ কাশ্মিরের দশ জেলার মধ্যে অন্যতম একটি জেলা। কোটলী হচ্ছে জেলাটির প্রধান শহর।[১]
কোটলী ضلع کوٹلی | |
---|---|
জেলা | |
আজাদ কাশ্মীরের কোটলী জেলার মানচিত্র তুলে ধরা হয়েছে | |
স্থানাঙ্ক: ৩৩°০৯′০১″ উত্তর ৭৩°৪৫′১২″ পূর্ব / ৩৩.১৫০২° উত্তর ৭৩.৭৫৩২° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | আজাদ জম্মু ও কাশ্মির |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৫ |
সদরদপ্তর | কোটলী |
আয়তন | |
• মোট | ১,৮৬২ বর্গকিমি (৭১৯ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯৮) | |
• মোট | ৬,৪০,০০০ |
• জনঘনত্ব | ৩৫২/বর্গকিমি (৯১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৫ |
প্রশাসনিক বিভাগ
সম্পাদনাকোটলী জেলা ১৯৭৫ সাল পর্যন্ত মিরপুর জেলার একটি উপ-বিভাগ হিসেবে পরিচালিত হয়েছিল। ১৯৪৭ সালের আগে এটি জম্মু অঞ্চলের একটি অন্যতম অংশ ছিল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটি পূর্বের কাশ্মীরের ভারতীয় অংশ এবং দক্ষিণে মিরপুর জেলা এবং উত্তরে রাওয়ালকোট ঘিরে রেখেছে। জেলাটি ৫টি তহসিল (উপজেলা) বিভক্ত:
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- Azad Jammu and Kashmir Govt. Kotli page
- উইকিভ্রমণ থেকে কোটলী জেলা ভ্রমণ নির্দেশিকা পড়ুন।